কাগজ প্রতিবেদক ॥ আপনাদের দোয়া, ভালোবাসা নিয়ে আমি আবারও এলাকার উন্নয়নে এগিয়ে যেতে চাই। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ ইউনিয়ন বাসী আমরা গর্বিত, আমাদের বাড়ী শিলাইদহে। এখানে বসেই কবি অসংখ্য গান, কবিতা, উপন্যাস রচনা করেছেন। প্রতি বছর অসংখ্য বিখ্যাত মানুষ এ স্মৃতি বিজড়িত স্থানে আসে। আমরা ধন্য হই। গতকাল কুমারখালী শিলাইদহ ইউনিয়নের জাহেদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনবান্ধব চেয়ারম্যান সালাহউদ্দিন খান তারেক গণসংযোগকালে উপস্থিত ভোটারদের উপস্থিতিতে এসব কথা বলেন।
জাহেদপুরের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির সভাপতিত্বে সালাহউদ্দিন খান তারেক আরও বলেন, আমার ব্যক্তিগত তেমন আশা আকাংখা নেই। আমি চাই এলাকার উন্নয়ন। শিলাইদহ ইউনিয়নে এখনও অনেক এলাকা অবহেলিত। রাস্তাঘাট, কালভার্টসহ বিশেষ করে নদী ভাঙ্গন। কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির আন্তরিক প্রচেষ্টায় এলাকার উন্নয়ন হচ্ছে। কবি গুরুর বাড়ীতে ভারত সরকারের অর্থ্যায়নে অতিথিশালা, লাইব্রেরীসহ বেশ কিছু স্থাপনা নির্মাণ সম্পন্ন হয়েছে। কুঠিবাড়ীর সামনের সড়কটি সংস্কারের জন্য, জাহেদুপুর, খোরশেদপুরসহ বেশ কিছু এলাকায় আরও কিছু উন্নয়ন দরকার। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে জননেত্রী আমাকে নৌকা প্রতিক দিলে বিজয় হওয়ার মাধ্যমে আমার অসম্পুর্ণ উন্নয়ন সম্পন্ন করবো ইনশাল্লাহ। এ সময় এলাকার কয়েক হাজার নারী, পুরুষ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন পেশাজীবির মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন প্রদান করেন।
Leave a Reply