1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 5:45 pm

খোকসায় মামার দাপটে ভাগ্নের জমি জোরপূর্বক দখলের অভিযোগ

  • প্রকাশিত সময় Tuesday, November 30, 2021
  • 256 বার পড়া হয়েছে

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে মামার দাপটে জোরপূর্বক ভাগ্নের জমি দখলের অভিযোগ উঠেছে বলে জানা গেছে। শিমুলিয়া ইউনিয়নের বসুয়া গ্রামের মোঃ ফারুক হোসেনের বড় ছেলে মোঃ রুবেল হোসেন (৩০) এর পৈত্রিক সূত্রে বাবার ক্রয়কৃত জমি দখল নিতে গেলে তার আপন ৩ মামা তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছে। মামা নিজেরাই মিলে জোরপূর্বক ভাগ্নের জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। কোনো কূলকিনারা না পেয়ে মোঃ রুবেল হোসেন বাদী হয়ে খোকসা থানায় সোমবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনার সত্যতা জানার জন্য খোকসা রিপোর্টার্স ক্লাবের টিম সেখানে হাজির হয় এবং ঘটনাস্থল থেকে রুবেল বলেন আমার বাবা মোঃ ফারুক হোসেন ২০০০ সালের দিকে খোকসার সীমান্তবর্তী শিয়ালডাঙী মোড়ে হাইওয়ে রাস্তার পাশে ৬ শতক জমি মৃত আয়না মক্কেলের নিকট থেকে ক্রয় করেন।

এবং কিছুদিন পরে বাবা জমিটি রেজিস্ট্রি করেনেন, সি,এস,আর,এস রেকর্ড ও রয়েছে আমাদের নামে। এ দিকে আমার মা অসুস্থ হয়ে গত ১৫ বছর আগে মৃত্যুবরণ করেন, সে সময় সংসারে অনেক অভাব-অনটন দেখা দিলে আমার বাবা, মায়ের মৃত্যুর কয়েক বছর পর ৬ শতক জমির মধ্যে সাড়ে পাঁচ শতক জমি বিক্রয় করে দেন এবং রাস্তার পাশে একটি দোকান করার জন্য হাফ শতক জমি রেখে দেন। কিন্তু আমার আপন ৩ মামা মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী সিংগুরিয়া গ্রামের মৃত আহেদ আলীর ছেলে আঃ রাজ্জাক, কাশেম ও লাজিম এরা সবাই আমার জমির উপর আমি দোকান করতে গেলে আমার ইট, বালু পাশের খাদে ফেলে দায় ও আমাকে মারধর করে, তারা নিজেরাই এখন জোরপূর্বক আমাদের জমি দখল করতে যাচ্ছে এবং আমার পরিবারের প্রাণনাশের হুমকি দিচ্ছে। সরোজমিনে মৃত আহেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাকের সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে কথা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে  রাজিহননি, এছাড়া জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি, তার ভাষ্য ভাগ্নের জমি তারা জোরপূর্বক দখল করে খাবে। এ সকল ঘটনার বিবরণে খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান কে জানানো হলে তিনি একটি লিখিত অভিযোগ নেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তাৎক্ষণিক এ এস আই আব্দুল হামিদ খান ঘটনাস্থল পরিদর্শন করে আসেন এবং দু-পক্ষের মীমাংসার জন্য ৭ জানুয়ারি একটি বসাবশির ডেট দিয়ে আসেন বলে জানা গেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640