কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেছেন এমজিএসপি যেসব প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে তা বাস্তবায়িত হলে পাল্টে যাবে কুষ্টিয়া পৌর এলাকার চিত্র। প্রকল্প সংশ্লিষ্টসহ সকলের সহযোগিতায় যাতে করে এসব প্রকল্প বাস্তবায়িত হয় সেব্যাপারে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায়য় কুষ্টিয়া পৌরসভার ম.আ রহিম মিলনায়তনে মিউনিসিপাল গভার্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট(এমজিএসপি)’র কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন অবকাঠামো, সামাজিক, পরিবেশ ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিষয়ে কর্মশালায় পৌর এলাকায় যথেষ্ট কাজ করার সুযোগ রয়েছে। অংশগ্রহানকারী পৌর পরিষদ, টিএলসিসি’র সদস্য এবং গণমাধ্যমকর্মীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সুপারিশমালাও পাওয়া গেছে। প্রকল্প সংশ্লিষ্টরা সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করলে পাল্টে যাবে পৌর এলাকার চিত্র। কর্মশালায় উপস্থিত ছিলেন এমজিএসপি’র সুশাসন ও প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ আওলাদ হোসেন, প্রকল্পের পরামর্শক মাহাবুবুর রহমান, মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন খান, সিভিল ইঞ্জিনিয়ার আবু জায়েদ অমি, প্রকল্পের নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর পরিষদ’র সকল সদস্য ও পৌরসভার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে অংশগ্রহনকারীরা চার গ্রুপে বিভক্ত হয়ে অবকাঠামো, পরিবেশ, সামাজিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন প্রসঙ্গে বেশ কিছু সুপারিশমালা লিখিত আকারে তুলে ধরেন।
Leave a Reply