কাগজ প্রতিবেদক ॥ ঝিনাইদহ ক্যাডেট একাডেমীর আয়োজনে কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ ক্যাডেট কলেজ চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া শহরের র্যাব গলিতে অবস্থিত ঝিনাইদহ ক্যাডেট একাডেমী প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান ড. জাহিদুজ্জামান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আফসার উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল করিম, মাওলানা ফয়জুর রহমানর, প্রকৌশলী শফিকুল আজম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এবং আন্দোলনের পত্রিকার প্রকাশক সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও প্রথম আলো প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকাল ও ডিবিসি নিউজের প্রতিনিধি একাডেমীর পরিচালক সাজ্জাদ রানা। অনুষ্ঠানে অতিথিরা বলেন,‘ ভালো শিক্ষার্থী হলেই চলবে না, ভালো মানুষ হতে হব। দেশকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। মাকে যেমন আমরা ভালবাসি, তেমনি দেশকে ভালোবাসতে হবে। অতিথিরা বলেন, ঝিনাইদহ ক্যাডেট একাডেমীর এ জেলায় ব্যাপক সাড়া ফেলেছে। এখানে লেখাপড়া হয়। যার প্রমাণ এক বছরে ৮জন চান্স পেয়েছে। যার মধ্যে ৬জন চুড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কৃতিত্বের সাথে ক্যাডেট কলেজে লেখাপড়া করছে। আগামীতে এ প্রতিষ্ঠান সারা জেলার মধ্যে সেরা হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিক সহকারে পাঠদান করে বলেই শিক্ষার্থীরা মেধা বিকাশের সুযোগ পেয়েছে। ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরাও এ সময় বক্তব্য রাখেন। তারা বলেণ, নিয়মিত লেখাপড়া করতে হবে। তবে চাপ নেয়া যাবে না। দুই থেকে তিন ঘন্টা নিয়ম করে পড়লেই ভাল ফলাফল করা সম্ভব। পাশাপাশি মুখস্ত না করে তা অন্তরে ধারন করতে হবে। বুঝতে হবে। লেখাপড়ার পাশাপাশি নিজের শরীরকে ফিট রাখতেও খেলাধুলা করতে হবে। তারা পিতামাতা ও ক্যাডেট একাডেমীর সকল শিক্ষককে ধন্যবাদ জানান। এ সময় ক্যাডেটে চান্স প্রাপ্ত ও ক্যাডেট একাডেমীর বার্ষিক পরীক্ষায় মেধাবীদের পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলুকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে ভর্তি এ বছরের ভর্তি পরীক্ষায় প্রথম তিনজনকেও পুরস্কার দেওয়া হয়। এ সময় একাডেমীর শিক্ষক তরিকুল ইসলাম, উজ্জল আহম্মেদ সিদ্দিকী, আবু তালহা, সাওয়াথ হোসেন জনি ও ফারহান সাগর।
Leave a Reply