কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক সহউপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহিনুর রহমান স্বপরিবারের করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ড. শাহিনুর রহমান নিজেই। শাহিনুর রহমান বলেন, ‘পরিবারের সবার ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে গত বৃহস্পতিবার কুষ্টিয়া সদর হাসপাতালে করোনা পরীক্ষা করাই। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায় আমরা সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছি। সপরিবার বলতে আমার স্ত্রী ইংরেজি সাহিত্য বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সালমা সুলতানা এবং ১০ বছর বয়সী ছেলে সুহৃদ মানিক রহমান। বর্তমানে আমরা চিকিৎসকের তত্ত্বাবধানে নিজেদের বাসায় আইসোলেশনে আছি।’ সুস্থতার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন এবং সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
Leave a Reply