কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার এ টি এম এমদাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারকে অবসায়ন ঘটিয়ে তদস্থলে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিনকে হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
Leave a Reply