কাগজ প্রতিবেদক ॥ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জাবেদ ইকবাল। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জাবেদ ইকবাল। কুষ্টিয়ার ভেড়ামারায় জাবেদ ইকবাল (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাবেদ ইকবালকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত পরীক্ষার্থী ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। সে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতের চাচা হাসান সরোয়ার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে অভিযুক্ত করে ভেড়ামারা থানায় গত বুধবার মামলা হয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরীক্ষা শেষ করে জাবেদ বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা ১২টার দিকে মফের আলী বালিকা বিদ্যালয়ের সামনে হাতুড়ি ও লোহার পাইপ নিয়ে আসামি মো. হৃদয়, উজ্জ্বল, দয়াল, শাকিল, আব্বাস, মো. তালাহসহ অজ্ঞাত আরও আট থেকে ১০ জন মিলে জাবেদকে মারধর করে। এ সময় জাবেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে ধাওয়া করে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থান গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা জাবেদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ব্যথায় ছটফট করছে জাবেদ। চিকিৎসকেরা জানান, তার হাত-পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। জাবেদের চাচা ও বাহাদুরপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান সরোয়ার বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষরা এলাকায় কিশোর গ্যাং তৈরি করে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। আমি এর বিরোধিতা করায় আমার ভাতিজাকে মারধর করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) জহুরুল ইসলাম বলেন, ‘জাবেদের চাচার অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে দ্রত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
Leave a Reply