কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় স্যালোইঞ্জিন চালিত ধান মাড়াই যন্ত্রের সাথে শাড়ি পেঁচিয়ে মজিরন (৫২) নেসা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার ইবি থানার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার সকালের দিকে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের হেবাজ উদ্দিনের স্ত্রী মজিরন (৫২) উঠানে স্যালোইঞ্জিন চালিত ধান মাড়াই যন্ত্রের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মাড়াই যন্ত্রে শাড়ি পেঁচিয়ে গেলে গুরুতর আহত হন। আহত মজিরনকে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিরনকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply