কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. খোকন মন্ডল (৩৬) গ্রেফতার করা হয়েছে। চা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে বুধবার সন্ধ্যায় উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খোকন মন্ডল ওই ইউনিয়নের ছেঁউরিয়া মন্ডল পাড়ার মৃত ছালামত মন্ডলের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মাদক মামলায় খোকনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির বর্তমান অবস্থান জানার পর জয়নাবাদ গ্রামে এসআই আরিফুল ও এএসআই দেলোয়ার হোসেন চা বিক্রেতার ছদ্মবেশ ধারণ করে তাকে গ্রেফতার করেন।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, বৃহস্পতিবার আসামিকে জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply