পুলিশ দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, “৫৮ বছরের রাজনৈতিক মাঠে দেখা-চলার মধ্য দিয়ে আমি যা দেখেছি, কোনো দিন পুলিশ কোনো সরকার রক্ষা করতে পারে নাই, পারেও না।”
জনগণের আন্দোলন জোরদার হলেই পুলিশ ক্ষমতাসীনদের পেছন থেকে সরে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
“যখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে নামবে, পুলিশ যুদ্ধ করতে আসবে না, কোনোদিন আসে না। তখন তারা বুঝবে, আস্তে করে কেটে পড়বে। অলিতে-গলিতে কোথায় কেটে পড়বে, সেটা টেরও পাবেন না।”
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন কথা বলার পাশাপাশি দলীয় নেতাদের তেমন আন্দোলনের জন্য তৈরি থাকার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর।
তিনি বলেন, “খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং খালেদা জিয়ার সুচিকিৎসা চাই- এই শব্দটা, এই আবেগটা আমাদের শক্তি। আপনারা চোখ-কান খোলা রেখে ইশারা-ইঙ্গিতে যেভাবে ডাক আসুক, সেই ডাকে শামিল হয়ে আপনাদের যে লক্ষ্য, আন্দোলনে এই দুটি ফলাফল একই সঙ্গে অর্জন করব।”
আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে সরকারকে পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “জরিপ করলে দেখা যাবে যে বাংলাদেশের শতকরা ৯৯.৯৯ ভাগ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা আশা করে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় দলের উদ্যোগে এই আলোচনা সভা হয়।
জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির জহিরউদ্দিন স্বপন, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, এনডিপির আবু তাহের বক্তব্য রাখেন।
Leave a Reply