1. nannunews7@gmail.com : admin :
November 18, 2025, 1:29 am
শিরোনাম :
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় বিকাশ এজেন্ট’র স্টাফ নিহত কুষ্টিয়া জেলা প্রশাসকের নম্বর হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবি ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মেহেদী রুমী ‘মানবতাবিরোধী অপরাধে’ শেখ হাসিনা ও আসাদ্জ্জুামান খাঁন কামালের মৃত্যুদন্ড দৌলতপুরে হত্যা মামলার ৩ সন্ত্রাসী গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ১৫ দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় দুই নবজাতকের মৃত্যু শেখ হাসিনার ফাঁসির রায়ে মিরপুরে আনন্দ মিছিল চুয়াডাঙ্গায় শহীদ শুভ’র মা চম্পা খাতুনের হৃদয়বিদারক আহ্বান শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলেই শান্তি পাব ইবিতে আল্লামা ইকবালের দর্শন নিয়ে আন্তর্জাতিক সেমিনার ইবিতে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে মেহেদী ও নবান্ন উৎসব

চাকুরী দেয়ার নাম করে অর্থ আত্মসাতের অভিযোগ পৌর ইলেকট্রিশিয়ান উজ্জলের বিরুদ্ধে

  • প্রকাশিত সময় Tuesday, November 23, 2021
  • 144 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পৌরসভার পৌরসভার ইলেকট্রিশিয়ান উজ্জলের খপ্পরে পড়ে আতœীয়স্বজন সহ সাধারণ মানুষ অতিষ্ঠ। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তার নিজ এলাকা হরিপুরবাসী ,চিটার, উজ্জল বলে চেনেন বলে এলাকা সুত্রে জানা যায়। সুত্রে আরও জানা যায়, নিজেকে পন্ডিত বলে দাবিকারী আশিকুর রহমান উজ্জল (৩৫) পিতা: মৃত রবিউল ইসলাম হরিপুরের বাসিন্দা। পেশায় ইলেকট্রিশিয়ান হলেও নানা ফন্দি ফিকেরি করে দিন চলে তার। নিজের আত্বীয়স্বজন থেকে শুরু করে নানা পেশার মানুষ তার খপ্পরে পড়ে এখন সর্বশান্ত প্রায়। কুষ্টিয়া পৌরসভার চাকরি পাইয়ে দেবার কথা বলে অনেকের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সুকৌশলী হয়ে নিজেদের এমন কোন আতœীয়স্বজন নেই যে তার কাছ থেকে টাকা ধার নেওয়া থেকে শুরু করে অর্থনৈতিক সুবিধা আদায় করেননি। এবং তার আর ফেরত দেননি বলে অভিযোগ রয়েছে। সুত্রটি বলছে, বাড়ির জমির অংশীদারদের ফাঁকি দিয়ে নিজের সুবিধা মত সুকৌশলী হলে জাল রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগও আছে পারিবারিক সুত্রে। এছাড়া নিত্য নতুন আতœীয়স্বজনদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা পয়সা আদায় করেন এই প্রতারক উজ্জল। এমন বিষয়ের পরিপ্রেক্ষিতে পরিবারের মানুষ তার প্রতি ব্যাপকভাবে লাঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছে। পরিবারের মানুষ সকল বিবেচ্চ বিষয়ে জানার পর প্রশ্ন তুল্লে তাদের উপর মারপিটসহ গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গিয়েছে পারিবারিক সুত্রে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় তার বড় ভাবি বিথি বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। অভিযোগে বলা হয়েছে, আমি নিম্ন স্বাক্ষরকারী বিথি বেগম (৪০),স্বামী-জাসদ আলী, গ্রাম-হরিপুর, থানা ও জেলা-কুষ্টিয়া, আপনার থানায় হাজির হয়ে বিবাদী আশিকুর রহমান উজ্জল (৩৫) পিতা-রবিউল ইসলাম সাং-হরিপুর ( ব্রীজের পশ্চিম পার্শ্বে) থানা ও জেলা-কুষ্টিয়া। বিবাদী একজন প্রতারক। সে বিভিন্ন সময় আমার আতœীয় স্বজনের নিকট টাকা পয়সা ধার নিয়ে পরিশোধ করে না। এর প্রেক্ষিতে গত ১১ নভেম্বর বিবাদী আমার মেয়ের ননদ রোকসানা, স্বামী-জুয়েল, সাং-হরিপুর মিল্লপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়া এর বাড়ীতে গিয়ে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চায়। উক্ত বিবাদীকে আমার মেয়ের ননদ কোন টাকা পয়সা না দেওয়ায় সে আমাদের বাড়ীর উঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে যে, তোর জন্য আমাকে টাকা দেয় নাই, তুই নিষেধ করছিস। তখন বিবাদী তার হাতে থাকা ইট দিয়ে আমার ডান পায়ের পাতায় ও পায়ের পাতার উপরে বেধড়ক মারপিট করে। অভিযোগে তিনি তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়েছেন। এ ছাড়া প্রতারক উজ্জল দীর্ঘদিন থেকে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে বিদ্যুত সংযোগ দেয়া ও চাকুরী দেয়ার নাম করে অর্থ আদায়সহ নানা রকম হয়রানি করে আসছে বলেও অভিযোগ রয়েছে। পৌরসভার মত একটি প্রতিষ্ঠানে একজন ইলেকট্রিশিয়ান হয়ে সাধারণ মানুষ ও পরিবার, আত্মীয় স্বজনের কাছ থেকে পৌরসভার নাম করে অর্থসহ নানা অনৈতিক সুবিধা আদায়সহ প্রতারণা করা রিতিমত গর্হিত কাজ বলে মনে করেন অভিজ্ঞ মহল। এ ব্যাপারে তারা পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে উজ্জলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640