কাগজ প্রতিবেদক ॥ হল সংস্কারের দাবিতে প্রভোস্টের কার্যালয়ে তালা দিয়েছে ইসলামী বিশ্বাবিদ্যালয়র (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১ টার দিকে তালা দেয় তারা। দাবি আদায় না হলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। পরে বেলা সাড়ে ১১ টার দিকে প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, হলের প্রভোস্ট প্রফেসর ড. মনজুরুল হক, আবাসিক শিক্ষক শামীম হোসেন ও বিপুল রায় হলে আসেন। এসময় তারা হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন। এসময় বিষয়গুলো সমাধানের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এসময় সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান টিটু ও ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহীদ উদ্দীন মো. তারেক উপস্থিত ছিলেন। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, করোনার দীর্ঘ প্রায় ১৮ মাস পর ক্যাম্পাস খোলার প্রস্তুতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শহীদ জিয়াউর রহামান হল সংস্কার বাবদ বরাদ্দ দেওয়া হয় ২০ লাখ ২৭ হাজার টাকা। সরেজমিনে দেখা যায়, হলের নিচ তলার হলের শৌচাগারগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে। গোসলের কক্ষগুলোতে অধিকাংশ পানির কলই অকেজো। হলে যত্রতত্র ময়লা-আবর্জনার ছড়াছড়ি। ফলে মশার উপদ্রব অতি মাত্রায় বেড়েছে। শিক্ষার্থীরা সাপ আতঙ্কেও রয়েছেন। এদিকে হলের গেস্টরুম, টিভি রুম ও ইনডোর গেমসের সরঞ্জামাদি অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। হল সংস্কারের নামে ঠিকাদাররা দায়সারা কাজ করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাদের কাজে অসন্তুষ্ট হল ও বিশ্বাবিদ্যালয় কর্তৃপক্ষও। এছাড়া দামের তুলনায় হলের খাবারের মান নিয়েও অসন্তুষ্ট শিক্ষার্থীরা। হলের আবাসিক শিক্ষার্থী এনামুল রায়হান বলেন, ‘হলের যে অবস্থা সেখানে থাকারই কোনো পরিবেশ নেই। যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে রয়েছে। আমরা অনেকবার প্রভোস্ট স্যারের কাছে গিয়েছি। প্রতিবার আশ্বস্ত দিলেও আসলে কোনো কাজ হয় না। এবার আমাদের দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’ হলের প্রভোস্ট প্রফেসর ড. মনজুরুল হক জানান, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা প্রতিটি সেক্টরে আলাদা কমিটি করে দিয়েছি। দ্রুত সমস্যাগুলো সমাধান হলে বলে আশা করছি।’
Leave a Reply