কাগজ প্রতিবেদক ॥ সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে গণ-অনশন পালন করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। শনিবার কুষ্টিয়া জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে। গণ-অনশন কর্মসূচিতে বক্তব্যে বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, বর্তমান স্বৈরাচারী সরকারের আমলে জনগণ তার ভোটের অধিকার হারিয়েছে, বাকস্বাধীনতা হারিয়েছে, বিশেষ করে কুষ্টিয়ায় একজন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা নির্দেশে কুষ্টিয়ার প্রশাসন আমাদের কোনো গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেয় না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিনী এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অন্যায় ভাবে কারাগারে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। আজ আমরা এবং দেশের জনগণ দেশের বুদ্ধিজীবী শ্রেণি বেগম খালেদা জিয়ার মুক্তি বিশেষ করে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে যে অগণতান্ত্রিক রুচীহিন বক্তব্য রাখছেন তা অত্যন্ত দুঃখজনক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবি করেন। উক্ত গণ-অনশনে আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আশকর মল্লিক পিন্টু, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন কনক, আশরাফুল ইসলাম শিপন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মুখে শরবত দিয়ে অনশন ভঙ্গ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ।
Leave a Reply