কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচীর প্রশিক্ষকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় জেলা ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা তথ্য কেন্দ্রের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় গতকাল শনিবার বিকেলে সমাপনী হয়। এর আগে শুক্রবার কর্মশালায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব সায়েদুল ইসলাম প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের সব মানুষকে নিয়েই ভাবেন। তারই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা ও শিশু সহায়তা কর্মসূচী গ্রহন করেছেন। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সরকারের সহায়তা সমূহ সঠিক ভাবে প্রাপ্য ব্যক্তি কাছে পৌছাঁতে আন্তরিক হলে সরকারের কর্মসূচি সফল হবে। মা ও শিশু সহায়তা কর্মসূচীর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি এ সব কথা বলেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব সায়েদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কুষ্টিয়া কর্মকর্তারা এবং প্রশিক্ষণ কর্মশালায় ৫টি জেলার ৩২জন কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। প্রশিক্ষণে খুলনা বিভাগের কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply