কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের ২০২১ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। আজ বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের আহ্বায়ক প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর খসড়া ও ৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে গত ৯ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মনোয়ন পত্র গ্রহণ করে কমিশন। পরে গত ১৩ নভেম্বর মনোনয় পত্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করে তারা। এতে মোট ৩১ জন শিক্ষক মনোনয়ন পত্র সংগ্রহ করে। এর মধ্যে একজনের মনোয়নয় পত্র বাতিল করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল না করায় ৩০ শিক্ষক মনোনয়ন পেয়েছেন। নির্বাচনের বিষয়ে প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ বলেন, ‘আমরা নির্বাচনের সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
Leave a Reply