মেহেরপুর প্রতিনিধি ॥ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর যৌথ বাইসাইকেল শোভাযাত্রাটি মেহেরপুর এসে পৌঁছেছে । স্বাধীনতার ৫০ বছর পূর্তী উপলক্ষ্যে যৌথ সাইকেল র্যালী করছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। গেল ১৫ নভেম্বর ২০২১ থেকে এ র্যালী শুরু হয়েয়ে। শেষ হবে আগামী ১৯ নভেম্বর। সেনা বাহিনী সুত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর ভারতীয় সেনা বাহিনীর একটি চৌকস দল সাইকেল র্যালী সহকারে যশোর সেনানিবাসে এসে পৌঁছায় । সেখানে ফ্লাগ অব শ্রীমনী শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টীম এ র্যালীতে যোগ দেন। দু’দেশের ৩৯ জন সদস্য যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় অবস্থান করেন। কুষ্টিয়া থেকে আজ বুধবার সকাল ১০ টায় মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। র্যালীটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগর পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউজ ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ র্যালীটি আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে । গেদে স্থল বন্দরে ভারতীয় সেনা বাহিনী এ র্যালিটি রিসিভ করবেন। র্যালিতে বাংলাদেশের নের্তৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নের্তৃত্বে রয়েছেন কর্ণেল মুহিত সিং। র্যালীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষনার্থীরা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা কেন্দ্রে চলমান পি-৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীরা জেলা উপজেলায় সংযুক্ত থেকে বিভিন্ন দপ্তর এর কর্মকার্ন্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞাতা অর্জনের নিমিত্ত পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। বুধবার প্রশিক্ষণার্থীরা মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম তাদেরকে স্বাগত জানান।এ সময় জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা প্রদান করা হয়।
Leave a Reply