মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকায় এক পাগলীর মৃতদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। সোমবার সকালের দিকে ১১৯ নং মেইন পিলারের আনুমানিক ৫০ গজ এবং ভারতের নদিয়া জেলা তেহট্ট থানার ৮২ বিএসএফের বেস্ট গঞ্জ কোম্পানির সদর থেকে ১০ গজ দূরে পাগলীর মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বাজিতপুর গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন, গত ২-৩ দিন যাবত ওই পাগলী কে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। গতকাল তার মৃত্যু হলে বিএসএফ সদস্যরা তড়িঘড়ি করে বাংলাদেশ সীমানায় ফেলে রেখে যায়। বিষয়টি বিজিবি সদস্যরা বিএসএফকে অবহিত করেছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় দেশের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল।
Leave a Reply