******পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে ঃ মো. খাইরুল আলম******
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেছেন, পুলিশ মানেই সাধারণ মানুষের মাঝে যে ভ্রান্ত ধারণা ছিল, তা বদলে দিতে বর্তমান পুলিশের আইজিপি নিরলসভাবে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারাদেশে পুলিশের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত করতে আইজিপিকে বিশেষ নিদের্শনা দিয়েছেন। তাঁর নিদের্শনা অনুযায়ী আইজিপির নির্দেশে সারাদেশের পুলিশ সুপারগণ তা কার্যকর করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি বলেন, আগে ম্যানুয়ালীভাবে আবেদন করে নানা রকম দালাল, চক্রের মাধ্যমে তদবির করে টাকা পয়সা হাতিয়ে নিতো। এতে করে পুলিশের নিয়োগ প্রক্রিয়া নানা ভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সে লক্ষ্যে কুষ্টিয়ায় মাত্র ১০৩ টাকায় নারী ও পুরুষ ৪১ জনের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়াকে চুড়ান্ত করা হয়েছে। তিনি আরও বলেন, বিগত দিনের মত এবারও এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সকল সদস্যরা দিনরাত পরিশ্রম করাই এটা সম্ভব হয়েছে। গতকাল দুপুরে পুলিশ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের চুড়ান্ত ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোন সহিংসতা ছাড়াই ভেড়ামারা ও মিরপুর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি উপস্থিত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনার জানেন যে, এ দুটি উপজেলায় বিশেষ করে মিরপুরের কয়েকটি স্পর্শকাতর ই্উনিয়ন ছিল যেগুলো অনেক ঝুঁকিপুর্ণ কেন্দ্র থাকায় সেখানে আমাদের বিশেষ নজরদারী ছিল। সকলের সহযোগীতায় কোন বিশৃংখলা ছাড়াই দুটি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু করা হয়েছে। তিনি বলেন, আগামীতে তৃতীয় ধাপে দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচনকে অবাধ সুষ্ঠু করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেন, ২ নভেম্বর থেকে ৫ তারিখ পর্যন্ত আবেদন করেন পুরুষ ১৪০০ জন নারী ২৪০ জন মোট ১৬৪০ জন। প্রথম দিন সাধারণ, মুক্তিযোদ্ধা, পোষ্য, এতিম, আনসার ও ভিডিপি, ক্ষুদ্র নৃ-গোষ্টি কোটায় ৫৪৯ জন পুরুষ ও ৫২ জন নারী প্রার্থী বিবেচিত হয়। ২৩৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়। এর মধ্যে এক জন পুরুষ সদস্য অনুপস্থিত ছিলেন। ২৩৫ এর মধ্যে সাধারণ কোটায় পুরুষ ৭৩ জন মুক্তিযোদ্ধা কোটায় ৭ জন পুরুষ পোষ্য কোটায় ৩ জন পুরুষ, ১ জন আনসার সাধারণ কোটায় ৫ জন নারী, ৮৯ জন লিখিত পরীক্ষায উত্তির্ণ হয়। মৌখিক ও মনস্তাত্বিক পরীক্ষা শেষে ৩৬ জন পুরুষ ও ৫ জন নারীসহ সর্বমোট ৪১ জনকে চুড়ান্ত করা হয়েছে। অতিরিক্ত ৭ পুরুষ সদস্য অপেক্ষমান রাখা হয়েছে। এ ব্যাপারে নিয়োগ পাওয়া কয়েকজন নব্য পুলিশ সদস্য ও অভিভাবদের সাথে কথা বললে তারা কুষ্টিয়ার কাগজকে জানান চাকরী পেতে তাদের রেজিষ্টেশন করতে মাত্র ১০৩ টাকা খরচ হয়েছে। এ ব্যাতিত তাদের কোন টাকা লাগেনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার, আরআই, ডি আই ওয়ান প্রমুখ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাসস, এস এ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নুর আলম দুলাল, বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন উজ জামান, ডেইলী সানের কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমুখ।
Leave a Reply