ইসলামী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল কলা ভবনের বাংলা বিভাগের কনফারেন্সরুমে সোমবার “বাংলা প্রবন্ধ সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তা-চেতনার স্বরুপ (১৯০৫-১৯৪৭)” : বিষয় ও শিল্পরুপ” শীর্ষক প্রথম পি.এইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের (অবসরপ্রাপ্ত) শিক্ষক প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান এর তত্বাবধানে পি.এইচ.ডি সেমিনারের গবেষক ছিলেন মোহাঃ তানভীর হায়দার। সেমিনারে মুসলিম প্রবন্ধকার: প্রধান ও অপ্রধান লেখকদের সংক্ষিপ্ত জীবন-পরিচিতি সমাজ, ধর্ম, শিক্ষা, রাজনীতি ও অর্থনীতি এবং ভাষা, সাহিত্য ও সংস্কৃতির উপর আলোকপাত করা হয়। উক্ত পি.এইচ.ডি সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সভাপতি প্রফেসর গাজী মোঃ মাহবুব মুর্শিদ। আলোচক ছিলেন বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান। পি.এইচ.ডি সেমিনারটি উপস্থাপনা করেন বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়। সেমিনারে বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply