বিশেষ প্রতিবেদক ॥ দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। সোমবার ১৫ নভেম্বর দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমনের ব্যাক্তিগত ফেসবুক ওয়ালে তিনি পোস্ট করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং দলীয় শৃঙ্খলা ভংগ করেছেন তাদের নামের পার্শে উল্লেখিত পদ হতে গঠন তন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী এবং গত ইং ০৮/১১/২১ তারিখে অনুষ্ঠিত দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী ১নং প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল হালসানাকে, ২নং মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নাড়ু হাজী,উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, এবং আওয়ামী লীগ নেতা মনোয়ার কবীর মিন্টু,৩নং ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওরশ কবিরাজ ও নইমুদ্দিন সেন্টু ৪নং মরিচা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জোয়াদুর রহমান জজ, জাহিদুল ইসলাম জাহিদ এবং মহিফুল ইসলাম হিটলার ৬নং চিলমারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আব্দুল মান্নান ৭নং হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রায়হানুল হক ৮নং পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ফরাজী, ৯নং রেফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা বিশ্বাস এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আব্দুর রশিদ বাবলু ১০নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী সফি, ১২নং বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু আফফান ১৪ নং আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আদাবাড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল বাকী,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জহুরুল আলম এবং পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুল,খলিসাকুন্ডি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক ও জুলমত আলীকে বহিষ্কার করার জন্য স্ব স্ব দলের জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক কে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply