পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে ইসলামাবাদ সরকারের যুদ্ধবিরতি চলার মধ্যেই দেশটির আফগান সীমান্তবর্তী অঞ্চলে দুটি পৃথক হামলায় দুই পুলিশ নিহত ও অন্তত ছয় জন আহত হয়েছেন।
শনিবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় হামলা দুটি হয়েছে বলে বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার রাঘাগান বাঁধের কাছে এক বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত হন।
বাজাউর জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আবদুল সামাদ খান রয়টার্সকে বলেন, “সকাল ১০টায় (স্থানীয় সময়) একটি আইইডি বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।”
বেলুচিস্তানের ঊধ্বতন পুলিশ কর্মকর্তা আলী রাজা জানিয়েছেন, কোয়েটায় টহলরত পুলিশকে লক্ষ্য করে মোটর সাইকেলে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক পুলিশ সদস্য এবং তিন নারী ও একটি বালিকাসহ অন্তত পাঁচ জন আহত হন।
জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের স্থানীয় একজন নেতা এ ঘটনায় দায় অস্বীকার করে বলেছেন, তাদের গোষ্ঠী যুদ্ধবিরতি মেনে চলবে।
পাকিস্তান তালেবান (টিটিপি) আফগান তালেবান থেকে পৃথক একটি গোষ্ঠী। টিটিপি বছরের পর বছর ধরে ইসলামাবাদের সরকারকে উৎখাতে লড়াই চালিয়ে আসছে। তারা ২২ কোটি জনসংখ্যার পাকিস্তানে কঠোর শরিয়া আইন কায়েম করতে চায়।
আফগান তালেবান কাবুলের ক্ষমতায় আসার পর তাদের নেতাদের সহায়তায় টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের বেশ কয়েকটি বৈঠকের পর গত মাসের শেষ দিকে দুই পক্ষ এক মাসের অস্ত্রবিরতিতে সম্মত হয়।
Leave a Reply