কাগজ প্রতিবেদক ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোর সংস্কারকাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মান রক্ষা না করে দায়সারাভাবে সংস্কারকাজ করা হচ্ছে বলে দাবি করেছেন তারা। এনিয়ে ক্ষুব্ধ হয়ে শনিবার বিকাল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে মানববন্ধন করে হলের আবাসিক শিক্ষার্থীরা। এসময় নিম্নমানের কাজ চলমান থাকলে সংস্কার কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সংস্কারের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে আবাসিক হলগুলো সংস্কারের জন্য বরাদ্দ ছিল ১ কোটি ৩৫ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে পৃথক ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২৮ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ পায় হলগুলো। গত ৪ অক্টোবর সংস্কার কাজ শুরু হয়। তবে শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ করে বরাদ্দের আলোকে মানসম্পন্ন কাজ করার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, ‘হল সংস্কারের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে হরিলুট চলছে। বারবার অভিযোগ করলেও কর্তৃপক্ষ আমলে নিচ্ছে না। হলে সবক্ষেত্রেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সংস্কার কাজ শুধু কাগজে কলমেই হচ্ছে, বাস্তবে কোনোরকমে জোড়াতালি দিয়ে কাজ করতে চাচ্ছে ঠিকাদারেরা। মান বজায় রেখে হলের সংস্কার কাজ না হলে প্রয়োজনে সংস্কার কাজ বন্ধ করে দেওয়া হবে।’ মানববন্ধন চলাকালে হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী শহীদ উদ্দীন মো. তারেক সেখানে উপস্থিত হন। এসময় তারা হলের সংস্কার কাজ পরিদর্শন করেন। তারাও ঠিকাদারদের কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। হল পরিদর্শন করে শিক্ষার্থীদের অভিযোগের প্রমাণও পেয়েছি। ঠিকাদার ও যথাযথ কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও ঘুরেফিরে একই কাজ (নিম্নমানের কাজ) করছে। আজ রবিবার ট্রেজারার স্যার হল পরিদর্শন করবেন।’
Leave a Reply