ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় তমাল হোসেন (২০) নামের কলেজ ছাত্র নিহত হয়েছে। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ওসি মইন উদ্দীন জানান, শুক্রবার বিকেলে উপজেলার দয়ারামপুর গ্রামের কলেজ ছাত্র নিজের আকিকার মাংস মামাবাড়ি দিতে পার্শবর্তী নারায়ণপুর গ্রামে যাচ্ছিল। পথে জয়দিয়া ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি টানা ট্রাক্টর মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তমাল ও সোহরাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তমালকে মৃত ঘোষণা করে। আহত সোহরাবকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply