আগামীকাল ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভা করবে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল। রবিবার সকাল ৯টায় র্যালী ও সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এইদিন ঢাকার বাইরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রথম বারের মত কুষ্টিয়া ডায়াবেটিক সমিতিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল ডায়াবেটিস রোগিদের ডিজিটাল নিবন্ধন ইঘউজ( ইধহমষধফবংয ঘধঃরড়হরিফব উরধনবঃরপ ৎবমরংঃৎু) উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। প্রধান বক্তা সদর উপেজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বারডেমের ডাইরেক্টর ফারুক আজম খান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল মোমেন। উক্ত অনুষ্ঠানে সকল কে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন। এদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল ডায়াবেটিস রোগিদের ডিজিটাল নিবন্ধন ইঘউজ( ইধহমষধফবংয ঘধঃরড়হরিফব উরধনবঃরপ ৎবমরংঃৎু) শুরু হয়েছে। বর্তমানে ডায়াবেটিক সমিতির ঢাকায় অবস্থিত বারডেম সহ সকল প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলছে। যেকোন ডায়াবেটিস রোগি ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন করে দেশের যে কোন ডায়াবেটিক সমিতির কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন। ডিজিটাল নিবন্ধন সুবিধা দিয়ে দেশের ডায়াবেটিক সমিতির যে কোন কেন্দ্র থেকে রোগি তার মেডিকেল রেকর্ডও সংগ্রহ করতে পারবেন। ডিজিটাল নিবন্ধন ফি মাত্র ২০ টাকা। ঢাকার বাইরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রথম বারের মত কুষ্টিয়া ডায়াবেটিক সমিতিতে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী ১ ডিসেম্বর, ২০২১ থেকে। যার আনুষ্ঠানিক ঘোষণা ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেরিক দিবস থেকে দেয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply