কাগজ প্রতিবেদক ॥ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা উপজেলার ১৭টি ইউনিয়নের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। মিরপুর উপজেলায় ১১টি ইউনিয়রে তালবাড়িয়ায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হান্নান মন্ডল, ফুলবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম, আমবাড়িয়ায় আওয়ামীলীগ নুরুল কবির, মালিহাদে আওয়ামীলীগের আকরাম হোসেন, কুর্শায় আওয়ামীলীগের আব্দুল হান্নান, পোড়াদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন, বারুইপাড়া আওয়ামীলীগের শরিফুল ইসলাম মন্টু, বহলবাড়িয়ায় আওয়ামীলীগের শহিদুল ইসলাম, ছাতিয়ান ইউনিয়নে কবির বিশ^াস, সদরপুরে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম, আমলায় আওয়ামীলীগের একলিমুর রেজা বিজয়ী হয়েছেন। অপরদিকে ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে চাঁদগ্রাম ইউনিয়নে জাসদ প্রার্থী আব্দুল হাফিজ তপন, ধরমপুরে বিদ্রোহী প্রার্থী মোঃ সামসুল হক, বাহিরচর ইউনিয়নে আওয়ামীলীগের রওশন আরা, মোকারিমপুর ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুস ছালাম, জুনিয়াদহ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামান হাসান বিজয়ী হয়েছেন। নির্বাচনে মিরপুর বহলবাড়িয়া, মালিহাদ, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর, জুনিয়াদহ ইউনিয়নে আওয়ামীলীগ, জাসদ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ কিছু বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে। দুটি উপজেলার ১৭টি ইউনিয়নের ১৫৮টি কেন্দ্রে আইনশৃংলা নিয়ন্ত্রণে ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১২ প্লাটুন র্যাব-বিজিবি এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। দুপুর ১২টার পর জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম, র্যাব ইনচাজ, বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার যৌথভাবে ঝুঁকিপুর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে ১০৭টি ভোট কেন্দ্র ও ৬২৪টি বুথে ২ লক্ষ ২০ হাজার ৬শ ২৬জন, ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে চেয়াম্যান, ৬০টি কেন্দ্রে স্থাপিত ৪১৯টি বুথে ১লক্ষ ৪৬হাজার ১শ ৭৭জন ভোটার রয়েছেন। ভোট চলাকালে কিছু বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত ঘটনা দেখা গেছে, তখন সকাল ৮টা ৩০ মিনিটে তালবাড়িয়া ইউনিয়নে তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নারী-পুরুষের দীর্ঘ লাইন। হটাৎ একজন পুরুষ ভোটার এসে অভিযোগ করলো, সিলে কালি নেই। তার মার্কায় কালি উঠেনি। অনেক চেষ্টা করে সিল দিয়ে ব্যালট বক্সে ফেলেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিকট অভিযোগ করার পর কেটে গেল আরও কিছুক্ষণ। তার পর এক প্রার্থী নিজ টাকায় বেশ কয়েকটি প্যাড কিনে কেন্দ্রে নিয়ে আসে। মালিহাদ, বারুইপাড়া, আমবাড়িয়া ইউনিয়নে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ভোট কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। আইনশৃংখলা পরিস্থিতির বিষয়ে মিরপুর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ইভিএম কেন্দ্রে পুলিশ সুপার মো. খাইরুল আলম সাংবাদিকদের জানান, প্রতিটি ভোট কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ সতর্ক রয়েছে। ভোট কেন্দ্রে অব্যবস্থাপনা প্রসঙ্গে বলেন, এ সব বিষয়ে রিটানিং অফিসারকে জানানো হয়েছে তিনি ব্যবস্থা নেবেন।
Leave a Reply