কাগজ প্রতিবেদক ॥ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬৭ টি কেন্দ্রে ভোট গ্রহনের নির্বাচন সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামীলীগ-জাসদ আর ফুরফুরে মেজাজে আওয়ামীলীগের বিদ্রোহী আর স্বতন্ত্র প্রার্থীরা। বুধবার দুপুর থেকে দলগতভাবে এসে মিরপুর ও ভেড়ামারা উপজেলা চত্ত্বর থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন দায়িত্বে থাকা কর্মকর্তারা। সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃংলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুটি উপজেলায় পুলিশ, আনসারের পাশাপাশি ১২ প্লাটুন বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার রাত থেকে নির্বাচনী প্রচারণা শেষে স্ব স্ব কেন্দ্রে তারা টহল শুরু করেছে। নির্বাচনে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় ১১ জনকে মনোনয়ন দেয়া হয়েছে। আর মনোনয়ন না পেয়ে আওয়ামীলীগ থেকে ৮ জন এবং জাসদ থেকে আরও ৩ জন বিদ্রোহী প্রার্থীসহ মোট ৪৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। মিরপুরের ১১টি ইউনিয়নে ১০৭টি কেন্দ্রে ভোটার রয়েছেন ২ লাখ ২০৬২৬ জন। ভোড়ামারা উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন ৬ জন আর মনোনয়ন না পেয়ে আওয়ামীলীগের ৪ জন বিদ্রোহী প্রার্থী এবং জাসদ, স্বতন্ত্রসহ মোট ২৪ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন। এখানে ৬টি ইউনিয়নে ৬০ টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১ লাখ ৪৬ হাজার ১৭৭ জন। ভোটের মাঠে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নে বিদ্রোহী ও আওয়ামীলীগ প্রার্থীর মধ্যে কয়েক দফা হামলা, মামলার ঘটনা ঘটেছে। আহত হয়ে অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে কুর্শা,মালিহাদ, আমবাড়িয়া ও ফুলবাড়িয়া এবং ভেড়ামারা উপজেলায় চাঁদগ্রাম, ধরমপুর, মোকারিমপুর ও জুনিয়াদহ ইউনিয়নে সম্ভাব্য সংঘর্ষের আশংকা করছেন সাধারণ ভোটাররা। ১০৭টি ভোট কেন্দ্র ও ৬২৪টি বুথে ১১টি ইউনিয়নের ২ লক্ষ ২০ হাজার ৬শ ২৬জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। এখানে মোট ভোটারের মধ্যে ১ লক্ষ ১০ হাজার ৫শজন পুরুষ এবং ১ লক্ষ ১০ হাজার ১শ ২৬জন নারী ভোটার ভোট দেবেন। ১১টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিভিন্ন দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৪৭জন, সাধারণ সদস্য পদে ৩শ ৪৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতী করছেন। এদিকে ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে চেয়াম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দী প্রাথীদের ভোট গ্রহনে ৬০টি কেন্দ্রে স্থাপিত ৪১৯টি বুথে ১লক্ষ ৪৬হাজার ১শ ৭৭জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন। এসব ইউনিয়নগুলি দলীয় দলীয় মনোনয়ন প্রাপ্ত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ২৪জন, সাধারণ সদস্য পদে ১৯৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন ৬৫জন। এখানে ৬টি ইউনিয়নে পুরুষ ভোটার সংখ্যা ৭৩ হাজার ১শ ২৬ এবং নারী ভোটার সংখ্যা ৭৩হাজার ৫১জন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, দুইটি উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন করতে ৯জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। তাদের তত্ত্বাবধায়নে ভোটের দিন সকালে সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর সহায়তায় ব্যালট পেপার প্রতিটা কেন্দ্রে প্রেরণ করা হবে। ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ কমিশন নির্ধারিত বিধিমতে ভোট গ্রহনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন বিলে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন ক্রান্তি চক্রবর্তী জানান, “ উপজেলার সবগুলি ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপূনর্ (ঝুঁকিপূর্ন) হিসেবে দেখছি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে সকল প্রস্তুতিই সম্পন্ন করেছি। এই উপজেলায় ফুলবাড়িয়া ইউনিয়নের পাইলট প্রকল্প হিসেবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন সম্পন্ন হবে। সেই সাথে প্রতিটি কেন্দ্র ভোটের দিন সকালে ব্যালট পেপার সর্বারহ করা হবে।” এদিকে ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার মোছা: ফাতেমা খাতুন বলেন, “ প্রতিটি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ন(ঝুঁকিপূর্ন) হিসেবে দেখছি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে সকল প্রস্তুতিই সম্পন্ন করেছি। প্রতিটি কেন্দ্রেই ভোটের দিন সকালে ব্যালট পেপার সরবরাহ করা হবে।”
Leave a Reply