1. nannunews7@gmail.com : admin :
November 18, 2025, 1:14 am
শিরোনাম :
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় বিকাশ এজেন্ট’র স্টাফ নিহত কুষ্টিয়া জেলা প্রশাসকের নম্বর হ্যাক করে প্রতারক চক্রের টাকা দাবি ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মেহেদী রুমী ‘মানবতাবিরোধী অপরাধে’ শেখ হাসিনা ও আসাদ্জ্জুামান খাঁন কামালের মৃত্যুদন্ড দৌলতপুরে হত্যা মামলার ৩ সন্ত্রাসী গ্রেপ্তার চুয়াডাঙ্গায় ১৫ দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় দুই নবজাতকের মৃত্যু শেখ হাসিনার ফাঁসির রায়ে মিরপুরে আনন্দ মিছিল চুয়াডাঙ্গায় শহীদ শুভ’র মা চম্পা খাতুনের হৃদয়বিদারক আহ্বান শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলেই শান্তি পাব ইবিতে আল্লামা ইকবালের দর্শন নিয়ে আন্তর্জাতিক সেমিনার ইবিতে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে মেহেদী ও নবান্ন উৎসব

রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ॥ কুষ্টিয়ায় ৫১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৩০ হাজার ৩শ ২১ শিক্ষার্থী

  • প্রকাশিত সময় Wednesday, November 10, 2021
  • 96 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ দেশে কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারির কারনে নির্দিষ্ট সময়ের অনন্ত ৮ মাস পর ১৪ নভেম্বর রবিবার থেকে সারাদেশে একসাথে শুরু হচ্ছে ২০২১ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সুত্রে জানা গেছে, এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় কুষ্টিয়া জেলায় এবার মোট পরীক্ষার্থী ৩০ হাজার ৩শ ২১ জন। গত বছর ২০২০ সালে এ সংখ্যা ছিলো ২৭ হাজার ২শ জন। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ৩ হাজার ১শ ২১ জন। কুষ্টিয়ায় গত বছর ২০২০ সালে ৪৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার কেন্দ্রের সংখ্যা ৫১টি। ৫১ টি কেন্দ্র বাদে এসএসসি পরক্ষার জন্য আরো ২৩ টি, ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ০৩ ভেন্যু কেন্দ্র রয়েছে। এবার কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ২৪ হাজার ৫শ ৮২ জন। গত বছর এ সংখ্যা ছিলো ২১ হাজার ৯শ ৪৫ জন। ৫৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি মুল কেন্দ্রে ও ২৩ টি ভেন্যু কেন্দ্র। কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট দাখিল পরীক্ষার্থী ১৮শ ৮৪ জন। গত বছর এ সংখ্যা ছিলো ২ হাজার ১শ ৩৪ জন। ৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুষ্টিয়ায় ৬টি উপজেলায় মোট এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ৩ হাজার ৮শ ৫৫ জন। গত বছর এ সংখ্যা ছিলো ৩ হাজার ১শ ২১ জন। ১৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আরো ৩টি ভেন্যু কেন্দ্র রয়েছে। রবিবার যশোর বোর্ডের অধীনে এসএসসিতে পদার্থ বিজ্ঞান (তত্বীয়) পরীক্ষা রয়েছে। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং পদার্থ বিজ্ঞান (তত্বীয়)। এছাড়া কারিগরি বোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান (সৃজনশীল) পরীক্ষা রয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা শেষ করতে সব মহলের সার্বিক সহযোগিতা জেলা কুষ্টিয়া প্রশাসকের পক্ষ থেকে। এছাড়া জেলার প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য। এ বিষয়ে গত ২৭ অক্টোবর কুষ্টিয়া জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কেভিড-১৯ অতিমারির বিষয়টি বিবেচনা রেখে সরকার নির্দেশিত স্বাস্থবিধি মেনে পরীক্ষা গ্রহন করতে হবে। পরীক্ষা কেন্দ্রের প্রবেশমুখে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাবস্থা রাখতে হবে। পরীক্ষার্থী, পরীক্ষকসহ পরীক্ষার কাজে সংস্লিষ্ট সকলের মাক্স পরীধান নিশ্চিত করতে হবে। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যাক্তি ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পরবে না, পরীক্ষা চলাকালিন সময়ে কোন পরীক্ষার্থীকে নকলরত অবস্থায় পাওয়া গেলে সাথে সাথে সেই পরীক্ষার্থীকে বহিস্কার করা হবে। কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী দায়িত্বরত অবস্থায় কোন পরীক্ষার্থীকে নকল করতে সহায়তা করলে সেই শিক্ষক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইননুগ ব্যবস্থা গ্রহন করা হবে। কোন পরীক্ষার্থীর নিকট নকল পাওয়া গেলে ঐ কক্ষে নিয়োজিত সকল কক্ষ পরিদর্শক যৌথ ভাবে দায়ী থাকবেন। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের আশেপাশে প্রয়োজনীয় ক্ষেত্রে ফটোষ্ট্যাট মেশিনের দোকান বন্ধ রাখার বিষয়ে সির্দ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640