কাগজ প্রতিবেদক ॥ ঝিনাইদহ চাকলাপাড়ায় সার্বজনীন দুর্গা মন্দিরে এক দল দূর্বৃত্ত হামলা চালিয়ে মন্দিরের প্রাচীর ও সিঁড়ি ভাঙ্চুর করা হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটির কাছে অভিযোগ দিয়েও কোন কাজ না হওয়ায় অবশেষে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
গত ৫ নভেম্বর গভীর রাতে ঝিনাইদহ জেলার চাকলাপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, স্বর্গীয় আলোক বসু বিগত ৫ বছর পুর্বে নিজ অর্থে মন্দিরের প্রাচীর ও সিঁড়ি নির্মাণ করেন। পরবর্তিতে ৫ নভেম্বর এ ঘটনায় এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের দারুন অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্বর্গীয় আলোক বসুর পুত্র সোহাগ বসু ভবিষ্যতে ঝিনাইদহ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। কিন্তু এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।
Leave a Reply