1. nannunews7@gmail.com : admin :
May 15, 2025, 8:04 am
শিরোনাম :
চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিন্ড : প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুল হাদীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা সম্পন্ন দৌলতপুরে যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ ২ জন গ্রেফতার মিরপুরে বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার হোটেলে আটকে ২ লক্ষ টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে মিরপুরে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল দুদকের মামলায় জুবাইদার জামিন; জরিমানা স্থগিত এক নজরে তরমুজ চাষ জুনেই পাওয়া যাবে আইএমএফের চতুর্থ ও পঞ্চম কিস্তি

ইবির ডাস্টবিনগুলোতে উপচে পড়ছে আবর্জনা

  • প্রকাশিত সময় Tuesday, November 9, 2021
  • 161 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাস্টবিনগুলোতে আবর্জনা উপচে পড়ছে। ডাস্টবিনগুলোই ডাস্টবিনে ফেলার উপক্রম হয়েছে। ক্যাম্পাসে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় যত্রযত্র ময়লা ফেলছে অনেকেই। যেখানে সেখানে ময়লা ও প্লাস্টিক পুড়ানো হচ্ছে। এছাড়া বিভিন্ন হল, ভবন ও লেক এলাকায় ময়লার স্তুপ রয়েছে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। নিয়মিত ডাস্টবিন পরিষ্কার ও ক্যাম্পাসে আরো ডাস্টবিন স্থাপনের দাবি জানিয়েছেন তারা। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড়, ডায়না চত্ত্বর, আম বাগান, চিকিৎসা কেন্দ্র, মীর মশাররফ হোসেন ভবন এলাকাসহ বিভিন্ন হল, ভবন আবাসিক এলাকায় ডাস্টবিনগুলোতে ময়লা উপচে পড়ছে। ডাস্টবিনের আশেপাশেও ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। এতে করে ডাস্টবিনগুলোকে ময়লার স্তুপ মনে হয়। এছাড়া সাদ্দাম হোসেন হল, মীর মশাররফ হোসেন ভবন, বোটানিক্যাল গার্ডেনের পার্শবর্তী এলাকা, ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন, আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে ময়লার স্তুপ দেখা যায়। সেখানে ময়লা পোড়ানো হয়। এতে করে ক্যাম্পাসে বায়ু ও পরিবেশ দুষিত হচ্ছে। এছাড়া যত্রতত্র ময়লা আবর্জনা থাকার কারণে স্বাস্থঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ক্যাম্পাসের মধ্যেই পোড়ানো হচ্ছে ময়লা-আবর্জনা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবু তালহা বলেন, ‘ডাস্টবিনগুলো দেখে মনে হয় ময়লার স্তুপ। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে আরো ডাস্টবিন বাড়ানো প্রয়োজন। ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীদের মাঝে এসব নিয়ে বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় আমাদেরও সচেতন হওয়া উচিত।’ পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আনিসুল কবির জানান, ‘যত্রতত্র ময়লা আবর্জনা আমাদের পরিবেশের ক্ষতি করছে। যথাযথ কর্তৃপক্ষের পাশাপাশি সুনাগরিক হিসেবে এসব বিষয়ে নিজেদের সচেতন থাকা উচিত। ময়লা আবর্জনা যাতে কাজে লাগানো যায় এ বিষয়ে আমরা একটি ডাস্ট প্ল্যান্ট করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। বিগত প্রশাসন আশ্বাসও দিয়েছিলেন। করোনায় ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় প্ল্যান্টের কাজ আর হয়নি। আবর্জনা যাতে একটি নির্দিষ্ট স্থানে ফেলা হয় ও প্ল্যান্টের বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ আবর্জনায় ভরে গেছে ডাস্টবিন, উপচে পড়ছে মাটিতে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান টিপু সুলতান বলেন, ‘ডাস্টবিন তো আসলে ময়লা ফেলার জন্যই। বিভিন্ন কারণে বিষয়গুলো খেয়াল করা হয়নি। সরেজমিনে দেখে দুয়েক দিনের মধ্যে ব্যবস্থা নিব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640