1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 3:51 pm

সিনহার ১১ বছর জেল

  • প্রকাশিত সময় Tuesday, November 9, 2021
  • 190 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় পদত্যাগী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে পৃথক দুটি ধারায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৮২ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, অর্থ পাচারের দায়ে সিনহাকে ৭ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৪৫ লাখ টাকা। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে অর্থ আত্মসাতের দায়ে ৪ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাজা চলবে একসঙ্গে। এছাড়া এসকে সিনহার ৭৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াফত করা হয়েছে। ‘রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্রধান বিচারপতি থাকাকালীন তিনি যে কাজগুলো করেছেন রাষ্ট্রপক্ষ থেকে সব তথ্য প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় আদালত আসামিদের সাজা দিয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত এসকে সিনহাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এসকে সিনহার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ায় আদালতের দেয়া রায়ে প্রমাণ হয়েছে, কেউ আইনের উর্ধে নয়।’ তবে বিচার বিভাগের জন্য দিনটি সুখকর নয়। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেছেন, আইনের উর্ধে কেউ নয়। অপরাধী যত ক্ষমতাধরই হোক না কেন, যদি অপরাধ প্রমাণ হয় তাহলে তাকে সাজা ভোগ করতে হবে। সাবেক প্রধান বিচারপতি এসেকে সিনহা সব দিক দিয়েই প্রথম। বাংলাদেশে ২২ প্রধানবিচারপতি হয়েছেন তার মধ্যে তিনিই একমাত্র অমুসলিম ও আদিবাসী বিচারক, যিনি বিচারাঙ্গনের শীর্ষ পদে পৌঁছেছিলেন। তিনিই প্রথম যিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। আবার বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রধান বিচারপতি, দুর্নীতির দায়ে যার সাজার রায় এসেছে আদালতে। অর্থাৎ বিচারঙ্গনের শীর্ষে থেকে একেবারে দুর্নীতির দণ্ড পেয়েছেন। বাংলাদেশে কোন প্রধান বিচারপতিকে নিয়ে এত আলোচনা হয়নি; দায়িত্বরত আর কোন প্রধান বিচারপতিকে ক্ষমতাসীনদের এত সমালোচনার মুখেও পড়তে হয়নি।
এদিন রায় ঘোষণার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে বলেন, এই রায়ের মাধ্যমে এটাই প্রমাণ হলো অপরাধী যত শক্তিশালীই হোন না কেন, যত বড়ই ক্ষমতাবান হোন না কেন কেউই আইনের উর্ধে নন। আইনের আওতায় যদি তিনি অপরাধী প্রমাণ হন, তাহলে তাকে সাজা ভোগ করতে হবে।’ তিনি বলেন, ‘রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন যে, প্রধান বিচারপতি থাকাকালীন তিনি যে কাজগুলো করেছেন রাষ্ট্রপক্ষ থেকে সব তথ্য প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় আদালত আসামিদের সাজা দিয়েছেন।
আমাদের কোর্ট রিপোর্টার জানান, সাবেক প্রধানবিচারপতি এসকে সিনহা ছাড়াও আদালত যাদের কারাদণ্ড প্রদান করেছেন তারা হলেন, ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী, ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মোঃ লুৎফুল হক, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়। আসামিদের মধ্যে টাঙ্গাইলের বাসিন্দা মোঃ শাহজাহান এবং একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহাকে খালাস দিয়েছেন আদালত। তাদের নামে থাকা ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় এ্যাকাউন্ট খুলেই ঋণ নেয়া হয় এবং পরে তা সরানো হয় এসকে সিনহার এ্যাকাউন্টে। তাদের খালাস দেয়ার যুক্তিতে বিচারক বলেছেন, শাহজাহান ও নিরঞ্জনকে ব্যবহার করে এসকে সিনহা ফারমার্স ব্যাংক থেকে ঋণ নেন এবং পরে তা পাচার করেন। জালিয়াতির মাধ্যমে ঋণ আত্মসাতে ‘সহযোগিতার’ জন্য ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমকে দেয়া হয়েছে চার বছরের কারাদণ্ড। এছাড়া ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হক চিশতীর (বাবুল চিশতী), ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট মোঃ লুৎফুল হক, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, টাঙ্গাইলের বাসিন্দা রনজিৎ চন্দ্র সাহা এবং তার স্ত্রী সান্ত্রী রায়কে দেয়া হয়েছে তিন বছর করে কারাদণ্ড। এই ১১ আসামির মধ্যে শুধু বাবুল চিশতী কারাগারে ছিলেন। রায়ের আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ফারমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা শামীম, স্বপন, লুৎফুল হক, সালাহউদ্দিন ছিলেন জামিনে। তারাও আদালতে হাজির ছিলেন। এছাড়া এসকে সিনহার মতো সাফিউদ্দিন, রনজিৎ ও তার স্ত্রীকে পলাতক দেখিয়েই এ মামলার বিচার চলে।
রায়ে সিনহাকে অর্থ পাচারের মামলায় সাত বছর কারাদণ্ডের পাশাপাশি ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঋণ জালিয়াতির দায়ে চারবছর কারাদণ্ড দেয়া হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, এসকে সিনহার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি ধারায় সাত বছর এবং দণ্ডবিধি আইনের একটি ধারায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুটি ধারার সাজা একসঙ্গে চলবে বলে আদালত আদেশে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, সিনহার জব্দ করা ৭৮ লাখ টাকা বাজেয়াফতের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২১ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক রায় প্রস্তুত করতে না পারায় ৯ নবেম্বর দিন নির্ধারণ করা হয়। তার আগে গত ৫ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক অসুস্থ থাকায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়। ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ব্যক্তিগত ব্যাংক এ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাত করার অভিযোগে ২০১৯ সালের ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ডিসেম্বরে মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজীর আহমেদ চার্জশীট দেন। ২০২০ সালের ৫ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ চার্জশীট গ্রহণ করেন। ২০২০ সালের ১৩ আগস্ট আদালত অভিযোগ গঠন করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা প্রতারণার আশ্রয় নিয়ে ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে ‘অস্বাভাবিক দ্রুততার সঙ্গে চার কোটি টাকা ভুয়া ঋণ তৈরি করে তা একইদিনে পে-অর্ডারের মাধ্যমে আসামি এসকে সিনহার ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেন। পরে এসকে সিনহা নগদ, চেক ও পে-অর্ডারের মাধ্যমে অন্য এ্যাকাউন্টে সরিয়ে অর্থ আত্মসাত করেন, যা দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সিনহার রায়ে প্রমাণ হয়েছে কেউ আইনের উর্ধে নয় ঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের দেয়া রায়ে প্রমাণিত হয়েছে, কেউ আইনের উর্ধে নয়।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, ‘অন্যায় করলে তার বিচার হবেই, সে যেই হোক। এ রায়ের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে কেউ আইনের উর্ধে নয়। এটা খুব প্রয়োজন ছিল। বাট আই এ্যাম নট হ্যাপি। কারণ তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উনি প্রধান বিচারপতি ছিলেন, আমি একজন আইজীবী। আমি বিচার বিভাগের সঙ্গে সারাজীবন সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না।’বিরোধীরা বলছেন সরকারের কথার বাইরে না গেলে সিনহাকে বিচারের মুখোমুখি হতে হতো না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘কথাটা একেবারেই সত্য নয়। যারা এমন কথা বলছেন, তারা সরকারের শুধুই সমালোচনা করার জন্য এগুলো বলে বেড়াচ্ছেন। এ ধরনের কথাবার্তার কোন সারমর্ম নেই।’ আনিসুল হক আরও বলেন, ‘যে কোন সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারী পদে থাকলে তার কর্মকাণ্ডের হিসাব দিতেই হবে। সেক্ষেত্রে আমার মনে হয়, এটা দৃষ্টান্ত স্থাপন করল। ট্রান্সপারেন্সি ও এ্যাকাউন্টিবিলিটি সব সময় মেইনটেইন করা উচিত।’ তিনি বলেন, ‘অন্যায় করলে শাস্তি পেতে হবে। অপরাধ প্রমাণ হয়েছে, আদালত বিচার করেছেন। ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আমরা দেখেছি, এ দেশে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলেও কোন মামলা হয়নি। এ সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি। পর্যায়ক্রমে বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা এবং মানবতাবিরোধী অপরাধসহ অন্যান্য দুর্নীতির মামলার বিচার হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।’আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন অপরাধ কোন বিচারপতি করেননি। সেজন্য এমন বিচার করার প্রয়োজন হয়নি। অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। পৃথিবীতে এমন বিচারের অনেক নজির আছে। যুক্তরাজ্যের ইতিহাসে দেখুন, সেখানে প্রধান বিচারপতিকে বিলোটিং করা হয়েছে। সেটা এখানে বড় কথা নয় এবং সেটাকে উদাহরণ হিসাবেও আনা উচিত নয়।’ এসকে সিনহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অপর তিনজন হলেন সাফিউদ্দিন আসকারী, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়। রায় ঘোষণার পর দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম বলেন, দুই ধারায় এসকে সিনহাকে ১১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে। এ রায়ে আমরা সন্তুষ্ট। রায় ঘোষণার সময় এসকে সিনহাসহ চারজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অপরদিকে আসামি চিশতী ও লুৎফুলের আইনজীবী শাহিনুর রহমান বলেন, চিশতী ও লুৎফুলের যে সাজা দেয়া হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আসামিদের মধ্যে মাহবুবুল হক চিশতী কারাগারে ছিলেন। রায় ঘোষণার আগে তাকে আদালতে হাজির করা হয়। সুরেন্দ্র কুমার সিনহা, সাফিউদ্দিন আসকারী, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায় পলাতক রয়েছেন। অপর ছয় আসামি জামিনে ছিলেন। তারা আদালতে হাজির হন। এদের মধ্যে শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা বাদে অপর আসামির সাজা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। দুদক সূত্রে জানা যায়, আসামি মোঃ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা ২০১৬ সালের ৬ নবেম্বর ফারমার্স ব্যাংকের গুলশান শাখায় দুটি চলতি হিসাব খোলেন। ৭ নবেম্বর তারা দুই কোটি করে চার কোটি টাকা ঋণের আবেদন করেন। ব্যাংক হিসাব খোলা ও ঋণ আবেদনপত্রে দুজনই বাড়ির নম্বর ৫১, সড়ক নম্বর ১২, সেক্টর ১০, উত্তরা আবাসিক এলাকা- এ ঠিকানা উল্লেখ করেন। ওই বাড়ি সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যক্তিগত সম্পত্তি। ঋণ আবেদনে জামানত হিসেবে রনজিৎ চন্দ্র সাহার স্ত্রী সান্ত্রী রায় সিমির সাভারের ৩২ শতাংশ জমি দেখানো হয়। এ দুজনই এসকে সিনহার পূর্বপরিচিত। ঋণ আবেদন দুটি কোনরকম যাচাই-বাছাই করা হয়নি। রেকর্ডপত্র বিশ্লেষণ ও ব্যাংকের নিয়মনীতিও মানা হয়নি। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও কিছু পর্যবেক্ষণের কারণে তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
অপরাধী যত ক্ষমতাধরই হোক, অপরাধ প্রমাণ হলে সাজা ভোগ করতে হবে ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেছেন, আইনের উর্ধে কেউ নয়। অপরাধী যত ক্ষমতাধরই হোক না কেন, যদি অপরাধ প্রমাণ হয় তাহলে তাকে সাজা ভোগ করতে হবে। তিনি আরও বলেন, (মঙ্গলবার) আদালত এসকে সিনহাকে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি ধারায় ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আরও আট জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এ মামলায় দুই জনকে খালাস দেয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা আদালতে স্বীকার করেন যে তাদের কাছ থেকে এসকে সিনহা কিছু কাগজপত্রে স্বাক্ষর নিয়েছেন। কেন স্বাক্ষর নিয়েছে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে আদালতে স্বীকার করেন। দুদক আইনজীবী আরও বলেন, এসকে সিনহা দুজন ব্যক্তিকে দিয়ে যেই দিন এ্যাকাউন্ট খোলেন তারপরের দিন কোন ডকুমেন্ট পর্যালোচনা না করেই চার কোটি টাকা ঋণ দেয়া হয়। আইনজীবী মীর আহমেদ আলী সালাম বলেন, বিচারক রায়ের পর্যবেক্ষণে বলেন, প্রধান বিচারপতি এসকে সিনহা প্রধান বিচারপতি থাকা অবস্থায় যে কাজগুলো করেছেন সেগুলো রাষ্ট্রপক্ষ সম্পূর্ণভাবে প্রমাণ করেছে বিধায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়েছে।
বিদেশ থেকেই পদত্যাগ ঃ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে এসকে সিনহা সমালোচনার সম্মুখীন হন। ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ২০১৮ সালে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন এসকে সিনহা। নিউ জার্সিতে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে কেনা একটি বাড়িতেই সে সময় তিনি থাকছিলেন। পরে ২০১৯ সালের জুলাই মাসে খবর আসে সিনহা যুক্তরাষ্ট্র থেকে কানাডায় গিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। বিচারপতি সিনহা ছুটি নিয়ে বিদেশ যাওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ পাওয়ার কথা সুপ্রীমকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রেখে ২০১৭ সালের ৩ জুলাই রায় দেয় আপীল বিভাগ। পরের মাসের প্রথম দিন আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই রায়ে প্রধান বিচারপতি সিনহার ৪০০ পৃষ্ঠার পর্যবেক্ষণ থাকে। ৯ আগস্ট এই রায়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। রায়ের পর্যবেক্ষণ নিয়ে কঠোর সমালোচনাও করেন তিনি। পরদিন ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে প্রধান বিচারপতির ‘অগ্রহণযোগ্য’ বক্তব্য এক্সপাঞ্জ করার উদ্যোগ নেয়ার কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। সুপ্রীমকোর্টে অবকাশের মধ্যে ২০১৭ সালের সেপ্টেম্বরের ১০ থেকে ২২ তারিখ পর্যন্ত বিদেশ সফরে ছিলেন এসকে সিনহা। এর মধ্যেই ১৩ সেপ্টেম্বর ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং তার কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনী পদক্ষেপ নিতে জাতীয় সংসদে প্রস্তাব গ্রহণ করে বিচারপতি সিনহার তীব্র সমালোচনা করা হয়। সুপ্রীমকোর্টের ১৪ অক্টোবরের বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গত ৩০ সেপ্টেম্বর আপীল বিভাগের বিচারপতিদের ডেকে নিয়ে বিচারপতি সিনহার বিরুদ্ধে ‘১১টি সুনির্দিষ্ট অভিযোগ’ তুলে ধরেন। বঙ্গভবনের ওই বৈঠক থেকে ফিরে পরদিন ১ অক্টোবর আপীল বিভাগের পাঁচ বিচারপতি নিজেরা বৈঠক করে বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন। পরে তারা প্রধান বিচারপতির হেয়ার রোডের বাড়িতে গিয়ে এ বিষয়ে কথা বললে বিচারপতি সিনহা ‘দুর্নীতি, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের’ওই অভিযোগগুলোর ‘গ্রহণযোগ্য ব্যাখ্যা’ দিতে পারেননি বলে বিবৃতিতে জানায় সুপ্রীমকোর্ট। নানা নাটকীয়তার পর অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পরদিনই ৩ অক্টোবর থেকে ১ নবেম্বর ছুটিতে যাওয়ার আবেদন করেন বিচারপতি সিনহা। পরে আরেক আবেদনে ছুটির সময় বাড়িয়ে ১০ নবেম্বর পর্যন্ত করা হয়। সিঙ্গাপুর থেকে কানাডায় ছোট মেয়ের বাড়িতে যাওয়ার আগে ১১ নবেম্বর সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠানো এসকে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁচেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640