কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের জিকে মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিকে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহসভাপতি মানজিয়ার রহমান চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের এক নম্বর ওয়ার্ডের সভাপতি আশরাফ উদ্দিন নজু, সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর নাইমুল ইসলাম, জিকে সরকারী প্রাথমকি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধ কন্যা জননেত্রি শেখ হাসিনার এই সরকার দেশের শিক্ষা ব্যবস্থার মান্নোয়ন ও শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে চলেছে। এর ছোঁয়া কুষ্টিয়াতেও লেগেছে। তিনি বলেন, সদর আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের প্রচেষ্টায় জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছে। তিনি বলেন, জিকে মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন আতাউর রহমান আতা। সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্বরে শেখ রাসেল কর্ণার উদ্বোবধন করেন অতিথিরা।
Leave a Reply