আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব বন্টনের জন্য আনসার-ভিডিপি’র সদস্য বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার দুপুরে মুজিব মুর্যাল চত্বরে এ বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ এ বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষক হামিদা পারভীন, মিলন হোসেন প্রমুখ। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ জানান, উপজেলার ১১টি ইউনিয়নে ১শ’ ৭টি কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বের জন্য ১৭ জন করে সর্বমোট ১ হাজার ৮শ’ ১৯ জন আনসার-ভিডিপি সদস্য বাছাই করা হয়।
Leave a Reply