দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে এক মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যানগাড়ি মার্কায় দুলাল বিশ্বাসের জন্য ভোট চেয়ে এলাকাবাসীর পক্ষে করা একটি প্রচারপত্র (পোস্টার) দৌলতপুর এলাকায় বিভিন্ন জনের কাছে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার মূল সুত্র খুঁজে পাওয়া যায়নি। দুলাল বিশ্বাস মথুরাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য এবং আগামী নির্বাচনে পুনরায় পদপ্রার্থী, এর আগে তিনি ভ্যানগাড়ি প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। গেল ৪ নভেম্বর দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রার্থীতা যাচাই-বাছাই শেষে আগামি ১১ নভেম্বর পর্যন্ত প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়। প্রতীক বরাদ্দ না হতেই ভ্যানগাড়ি মার্কার ওই পোষ্টার এখন কাল হয়ে দাড়িয়েছে দুলাল বিশ্বাসের জন্য। রীতিমতো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পড়েছেন তিনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টার প্রসঙ্গে দুলাল বিশ্বাস বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দিলে তারপর আমার পোস্টার ছাপাতে দেয়া হবে, এখনও পোস্টারের টাকা রেডি (প্রস্তুত) করতে পারিনি। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত বলে দাবি মেম্বার পদপ্রার্থী দুলাল বিশ্বাসের।
Leave a Reply