আমলা অফিস ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল হান্নানের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে কুর্শা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ আব্দুল হালিম। প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের সকলকে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। নির্বাচনে সব ধরণের সহিংসতা এড়িয়ে যেতে হবে। দলীয় নেতা কর্মিরা নৌকার বিরুদ্ধে কোন নির্বাচনী গণসংযোগ করবে না বা করার চেষ্টাও করবে না। কোন ধরণের হামলা, ভাঙ্গচুরের ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি হুসিয়ারি উচ্চারণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, সহ-সভাপতি পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মতিন লোটাস, আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ প্রমুখ। সভায় বক্তরা বলেন, “বর্তমান সরকারের সময়ে প্রত্যেকটি এলাকায় সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজ দুর হয়েছে। এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে। এছাড়া শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত উন্নয়ন অব্যহত রয়েছে। উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। তাই স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করুণ।
Leave a Reply