আমলা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খাজানগরে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলখ ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যান আদালত। এসময় পাটের মোড়ের পরিবর্তে প্লাস্টিকের মোড়েক চাউল রাখার দায়ে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মুনিরা সুলতানা। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, কুষ্টিয়ার খাজানগরে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলখ ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে অভিযান চালিয়ে ফুলজান অটোরাইস মিলের মালিক দীন মোহাম্মদ নামের এক ব্যবসায়ীকে আইন অমাণ্যের দায়ে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় উপস্থিত সকলকে উক্ত আইনটি মেনে চলার জন্য আহবান জানান কুষ্টিয়া পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শক মো. সোহরাব উদ্দিন বিশ্বাস।
Leave a Reply