কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার সীমান্ত ও মিরপুর উপজেলার শুরুতে অবস্থিত তালবাড়িয়া ইউনিয়ন। পদ্মা নদী নিকটবর্তি হওয়ায় গেল দুই যুগে এ ইউনিয়নের একটি মৌজা, ১২টি গ্রাম, কয়েক শত ফসলি জমি, কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছে প্রমত্তা পদ্মার ভাঙ্গনে। দরিদ্র, তুলনামুলক শিক্ষিতের হার কম, মেঠো রাস্তাঘাট, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাহীন, বিদ্যুত সমস্যায় পতিত এ ইউনিয়নটি গত দশ বছরে উন্নয়নের অনেক দোয়ার উন্মোচন করেছে। উল্লেখিত সমস্যাগুলো এখন অনেকাংশে কমে এসেছে। ১৯৪৩ সালে প্রতিষ্টিত তালবাড়িয়া ইউনিয়। ঐতিহ্যবাহী এ ইউনিয়নে অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এক সময়ে লুট, ডাকাতি, চুরি, ছিনতাই, খুণের ঘটনা ছিল নিত্য দিনের ঘটনা। সরকারের কঠোর পদক্ষেপ আর আইনশৃংলাবাহিনীর নজরদারিত্বে এখন এলাকায় শান্তি ফিরে এসেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকা এখন সরগরম হয়ে উঠেছে। দিন-রাত রানাখড়িয়া, নওদা গোপালপুর, কদমতলা, নওদা শামুকিয়া, সর্দ্দারপাড়া, গোপালপুর, গোবিন্দপুরসহ বিভিন্ন গ্রামের চায়ের দোকানে চলছে আসছে নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার, মহিলা সংরক্ষিত মেম্বার পদে কে কাকে ভোট দেবে তার চুল চেরা বিশ্লেষণ। মিরপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ইউনিয়ন এখন তালবাড়িয়া ইউনিয়ন। ২৭ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। আইনশৃংলাবাহিনী, প্রশাসন, উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তর এ ই্উনিয়নটিতে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে। ২০ হাজার ১৭২ জন মানুষের মধ্যে ১২ হাজার ৭৮২ জন ভোটার। নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হান্নান মন্ডল দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর নৌকার প্রার্থী হয়েছেন তৌসিক আহমেদ সোহান। একজন পুরাতন একজন তরুণ। দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামীলীগ থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে হান্নান মন্ডলকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তার পরও এলাকার মানুষের দাবীর প্রেক্ষিতে তিনি আনারস প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। রাজনীতিতে তরুণ তৌসিক আহমেদ সোহান নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সোহানের সাথেই দেখা যাচ্ছে নির্বাচনী গণসংযোগে। কদমতলায় এক নির্বাচনী গণসংযোগকালে গতকাল তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দলীয় মনোনয়ন পেয়ে তিনি বিধি মোতাবেক নির্বাচনে গণসংযোগ করছেন। কিন্তু সাবেক চেয়ারম্যান হান্নান মন্ডল তার প্রভাব ফেলতে জাসদ’র নেতা কর্মিদের পেছনে রেখে গণবাহিনীর ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তার নির্বাচনী ক্যাম্পে কয়েক দফা হামলা চালিয়ে তার আপন ভাই মাহফুজসহ বেশ কয়েকজনকে আহত করেছে। তিনি আরও অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় হৃাস পড়েছে। তিনি বুঝতে পেরেছেন তিনি এবার পরাজিত হবেন। তাই দলীয় ব্যক্তি হয়েও জননেত্রীর নির্দেশকে উপেক্ষা করে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নদী ভাঙ্গন এলাকা তালবাড়িয়া ইউনিয়ন কি করেছেন গেল পাঁচ বছরে। ৯টি ওয়ার্ডেই প্রতিদিন তিনি গণসংযোগ করছেন মানুষ তাকে আশ^স্ত করেছেন। তাকেই এবার ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অপরদিকে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় তার নির্বাচনী গণসংযোগে প্রধান সহযোগী জেলা যুবলীগের সভাপতি রবিউল হককে ঘিরে যে সব তথ্য,উপাত্ত ছড়ানো হচ্ছে তা সঠিক নয়। তিনি বলেন, দলীয় নির্দেশে তিনি তাকে সহযোগীতা করে চলেছেন। কোন হুমকি-ধামকি দিয়ে নয়।
অপরদিকে গতকাল সন্ধায় স্বতন্ত্র প্রার্থী হান্নান মন্ডল গোবিন্দপুর সর্দ্দারপাড়া এক নির্বাচনী পথ সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি উপস্থিত নারী-পুরুষের কাছে এবারকার মত তাকে সুযোগ দেয়ার আহবান জানিয়ে বলেন, আমার কিছু অসামপ্ত কাজ রয়েছে আপনাদের জন্য। আমাকে আরেকটি বার সুযোগ দিন আমার অসমাসপ্ত কাজ সমাপ্ত করতে। তিনি আরও বলেন, এবার নির্বাচিত হলে এলাকার যত সমস্যা আছে, যত টাকা লাগে তত টাকা দিয়ে তিনি তা পুরণ করবেন। তিনি বলেন, আমার কোন কিছু পাওয়ার নেই। আমার ব্যবসা আছে। ব্যবসার মাত্র ১০ হাজার টাকা রেখে। বাকি টাকা আপনাদের পেছনে খরচ করবো, বলে, তিনি চোখের পানি ফেললেন ভোটারদের সামনে। এর পর সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে নৌকার প্রার্থী তৌসিকের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ২৭ অক্টোবরের পর থেকে তালবাড়িয়া ইউনিয়নে মনে হলো যেন ৭১ সালের যুদ্ধের মত শুরু হয়ে গেছে। যেখানেই আনারসে লোক, ক্যাম্প দেখছে সেখানেই নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা করছে, এলোপাথাড়ী মারপিট করছে। এ পর্যন্ত ১৭ বার ১৭টি ক্যাম্পে হামলা করা হয়েছে। প্রশাসনের কাছে জানানো হয়েছে। কোন গণবাহিনী, কোন সন্ত্রাসীর সাথে আমার সম্পর্ক নেই। এলাকার মানুষের ভালোবাসা আমার শক্তি। সেই শক্তি নিয়েই আমি ইনশাল্লাহ আমি বিজয়ী হব। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, মোতালেব হোসেন, ইব্রাহীম হোসেন, শফিকুল ইসলাম, মাসুদ ফকির, শামসু ফকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply