ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু বলেন, নৌকার কান্ডারী বুলবুল কবির এর নৌকা প্রতীকের পক্ষে ইউনিয়ন বাসী সম্মিলিত হয়ে অবস্থান নিয়েছে। এই ইউনিয়নের চলমান দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ভোটাররা নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি করেছে। আর তাই আগামী ১১ নভেম্বর নৌকার পক্ষে ইউনিয়নবাসী রায় দিয়ে দলমত নির্বিশেষে বিপুল ভোটে বিজয়ী করবেন নৌকার মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল কবির কে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের চাষীক্লাব মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কা প্রতীকের নির্বাচনী পথসভায় আওয়ামীলীগ নেতা হাজী গিয়াস উদ্দিন সোনার সভাপতিত্ত্বে সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু। আরো বক্তব্য রাখেন, নৌকার কান্ডারী চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল কবিরসহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply