আমলা প্রতিনিধি ॥ শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সারাদেশ থেকে বাঁছাইকৃত সাঁতারুরা অংশ গ্রহণ করবে। এ প্রতিযোগিতায় এবার কুষ্টিয়ার জেলার মিরপুর উপজেলার আমলা সুইমিং ক্লাবের ছয় সাঁতারু অংশ নিচ্ছে। সারাদেশের ৭ জন মেয়ে সাঁতারুদের মধ্যে শুধুমাত্র আমলা সুইমিং ক্লাবেরই ৪ জন মেয়ে সাঁতারু সেখানে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। আগামী ০৭ নভেম্বর নড়াইলে এ খেলার ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমলা সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক কামাল হোসেন জানান, এবারে ১৮তম শেখ রাসেল জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় আমলা সুইমিং ক্লাবের ৬ সাঁতারু অংশ গ্রহণ করবে। এর মধ্যে চারজন মেয়ে এবং দুইজন ছেলে। এরা হলো- আমলা খামারপাড়া এলাকার আজিবার শেখের ছেলে আশিক শেখ (১৮), আলী ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৫), একই এলাকার মেজর আলীর মেয়ে মুক্তা খাতুন (১৩), খয়েরপুর এলাকার জামিরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার (১৪), সদরপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে সুমি খাতুন (১৫) এবং নওদাপাড়া এলাকার মুক্তার আলীর মেয়ে মুক্তি খাতুন (১৬)। তিনি আরো জানান, এদের মধ্যে দুইজন আমলা সুঁইমিং ক্লাবের হয়ে, একজন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে, দুইজন বাংলাদেশ আনসার বাহিনীর হয়ে এবং একজন স্বাগতিক হিসাবে সাঁতার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। আমি তাদের সাফল্য ও মঙ্গল কামনা করি। উল্লেখ্যঃ আমলা সুঁইমিং ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম অর্জন করেছে। এখান থেকে দেশ-বিদেশের প্রতিযোগিতায় সাঁতারুরা অংশ গ্রহণ করে আসছে।
Leave a Reply