1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 6:30 pm

জমে উঠেছে ভেড়ামারা উপজেলায় ৬টি ইউনিয়নে নির্বাচন

  • প্রকাশিত সময় Wednesday, November 3, 2021
  • 198 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ অতিরিক্ত চৌকিদারী ট্যাক্স, জন্মনিবন্ধন, বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী,মাতৃত্বকালীনসহ ৪৪টি ভাতা নিয়ে যৌথ লুটপাট, এলাকার রাস্তাঘাটের বেহাল দশা আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’র অসৌজন্যমুলক আচরণে ক্ষুদ্ধ, সংক্ষুদ্ধ হয়ে এবার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী চাঁদগ্রাম ইউনিয়ন বাসী নির্বাচনে নতুন মুখ দেখতে চায়। পরিবতর্ন চায় তাদের ইউনিয়নের সর্বচ্চ প্রতিনিধিত্বকারী চেয়ারম্যানের। এবার তাদের ভরসা নৌকার প্রার্থী বুলবুল কবিবেরর  উপর। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে কুষ্টিয়া ভোড়ামরা উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন জমে উঠেছে। মাদক, সন্ত্রাস, এলাকার নাগরিক সমস্যার সমাধানের ফিরিস্তি নিয়ে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ এখন রাত-দিন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। গতকাল দিনভর উপজেলার চাঁদগ্রাম, বাহিরচরসহ অন্তত ৪টি ইউনিয়ন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। দিনমজুর, চায়ের দোকানদার, কৃষক, রিক্সাওয়ালা, চাকুরীজিবি, ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবিতে নিয়োজিত ভোটাররা বিগত ও বর্তমান চেয়ারম্যান, মেম্বারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছেন। তারা জানিয়েছেন, এবার অবাধ, সুষ্ঠু ভোট হলে তাদের সুখ-দুঃখের সাথী এলাকার উন্নয়নে যিনি অগ্রণী ভুমিকা রাখবেন, সৎ, নির্ভিক, মিষ্ঠভাষী ব্যক্তিত্বকে চেয়ারম্যান, মেম্বার হিসেবে বেছে নেবেন।

জিকে প্রকল্পের প্রধান খাল ঘেষে এবং উপজেলার প্রবেশমুখে অবস্থিত ঐতিহ্যবাহী ইউনিয়ন চাঁদগ্রাম। কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মধ্যবর্তি স্থানে অবস্থিত এ ইউনিয়নটি। একদিকে রেললাইন, অপরদিকে জিকের প্রধান খাল ঘেষে বসবাস করে প্রায় কয়েক হাজার দরিদ্র মানুষ। যাদের বেশিরভাগই দিনমজুর, রিক্সাওয়ালা, ক্ষুদ্র ব্যবসায়ী। সারা বাংলাদেশে স্বাস্থ্য, চিকিৎসা, যোগাযোগ, স্যানিটেশন সেবায় উন্নত থেকে উন্নততর হয়েছে সেখানে এ ইউনিয়নে রয়েছে এসব খাতে নানা সমস্যা। দারিদ্রতা, পুষ্টিহীনতা, সামাজিক নিরাপত্তাগত সমস্যাতো রয়েছে। বিগত সময়ে তাদের এসব সমস্যা পুরণে তেমন কোন সহায়তা তারা পায়নি। বরং হতে হয়েছে নানা রকম হয়রানির। সরজমিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চিত্র দেখতে চাঁদগ্রাম ইউনিয়নে গেলে দেখা যায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় নেমেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বুলবুল কবির। তিনি জিকে খাল তীরবর্তি তার নিজ বাড়ী থেকে বের হয়ে তিন নং ব্রীজ, বাজারসহ বিভিন্ন এলাকায় দিন-রাত মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। চেয়ারম্যান প্রার্থী নৌকার কান্ডারী বুলবুল কবির জানান, এলাকার সাধারণ ভোটারদের সবচেয়ে প্রধান সমস্যা চৌকিদারী ট্যাক্স, জন্মনিবন্ধন, নানা ভাতা নিয়ে তাদের সারা বছর হয়রানি হতে হয়। ইউনিয়ন পরিষদে নানা প্রকার উন্নয়মুলক কর্মকান্ড নিয়ে অনেক অভিযোগ। যৌথ প্রযোজনায় চলছে এ ইউনিয়নটি। তিনি নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে এসব সমস্যা সমাধানে মুখ্য ভুমিকা রাখা। ইউনিয়নের চন্ডিপুর, হিমিরদিয়াড়, কোদালিয়া পাড়া, বাড়াদীসহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ ভোটাররা জানালো, দীর্ঘ সময় ধরে এ ইউনিয়টিতে তারা বসবাস করে কিন্তু করোনাকালীন সময়ে খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ভাতার কার্ড টাকার বিনিময়ে নিতে হয়। যাদের টাকা দিতে পারে তারাই এসব কার্ড পায় বলে অভিযোগ করেন। তাই এবার তারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বুলবুল কবিরকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640