1. nannunews7@gmail.com : admin :
November 12, 2025, 10:55 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাথাপিছু ২ হাজার ডলার দেবেন ট্রাম্প তাইওয়ানে ধেয়ে যাচ্ছে টাইফুন ফুং-ওং সরিয়ে নেওয়া হল ৩ সহস্রাধিক মানুষকে ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে ‘সন্ত্রাসীদের মৃত্যুদ-’ বিল অনুমোদন বুথফেরত জরিপ বিহারে ফের ক্ষমতায় ফিরছে নীতীশ-বিজেপি জোট ঢাকায় একমঞ্চে জেমস ও আলী আজমতের সঙ্গে গাইবেন পুনম-মধুবন্তী নতুন করে ফিরছে আজম খানের ‘উচ্চারণ’ নতুন পরিচয়ে সৃজিত জামালপুরে রক ফেস্ট মাতাবে লালন ব্যান্ড, গাইবেন সাইফ শুভ কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক মেয়র আনোয়ারী আলীর পুত্র আনোয়ার পারভেজ তনু গ্রেফতার পৌর বাজারে মেসার্স মকুল মৎস্য ভান্ডার ও মেসার্স খোশবার হোসেন মৎস্য ভান্ডারকে জেলিযুক্ত চিংড়ি বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

জেল হত্যা দিবসে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

  • প্রকাশিত সময় Wednesday, November 3, 2021
  • 135 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ ৭১’র পনেরই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা, ৩নভেম্বরে কারাগারে জাতীয় চার নেতাকে নুৃশংস হত্যাকন্ড একই সূত্রে গাঁথা। দেশে এমন আর যেন কোন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোন সন্ত্রাস জঙ্গিবাদের ঠাঁই হবেনা। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত ৩নভেম্বর জেল হত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী বলেন স্বাধীনতার পর দেশে দু’টি দৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। যে হত্যাকান্ড আজো কলঙ্কিত করেছে গোটা জাতিকে। এমন হত্যাকান্ড যাতে করে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন দেশ আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে। উন্নয়নের মহাসড়কে দেশ। কিন্তু সেই উন্নয়ন অগ্রযাত্রাকে দমাতে সেই অপশক্তি যারা ৭৫ ও ৩নভেম্বরের মত নৃশসংতা চালিয়েছিল তারা আজো ষড়যন্ত্রে লিপ্ত। দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। উন্নয়ন অগ্রযাত্রাকে রুখতে চাইছে। কিন্তু দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে সেই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সভাপতির বক্তব্যে আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে দেশকে পরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার অপচেষ্টা করা হচ্ছে। সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সেই অপচেষ্টা দেশের জনগন প্রতিহত করবে। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোন সাম্প্রদায়িক গোষ্ঠির ঠাঁই হবেনা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ’র চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জাহিদ হোসেন জাফর, ডা: আমিনুল ইসলাম রতন, শেখ গিয়াস উদ্দিন মিন্টু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, সদস্য হাবিবুল হক পুলক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640