দৌলতপুর প্রতিনিধি ॥ আগামী শুক্রবার নভেম্বর ভেড়ামারা গ্রীডের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (দৌলতপুর জোন) মির্জা কে ই তুহিন। তিনি জানান, গ্রিডে পিজিসিবি কাজ করবে। একারণে ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে। ডেপুটি জেনারেল ম্যানেজার (ভেড়ামারা জোন) দেবাশীষ ভট্টাচার্য বলেন, আমরা শিগগিরই মাইকে ঘোষণা দিয়ে সকল এলাকায় জানিয়ে দিবো। এ বিষয়ে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও সহনশীলতা কামনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
Leave a Reply