মনোজিৎ মন্ডল, খোকসা প্রতিনিধি ॥ মুক্তি যুদ্ধের চেতনায় জাতীয় পুর্নজাগরন সংগঠিত করে দুর্নীতি লুটপাট দলবাজ গুন্ডাতন্র, সাম্প্রদায়িক বৈষম্য দুর করে সুশাসন কায়েম করে সমাজতন্ত্রের পথে এগিয়ে চলো, এই স্লোগান সামনে নিয়ে কুষ্টিয়ার খোকসায় জাসদের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে খোকসা বাসষ্ট্যান্ডে জাসদের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। খোকসা উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে যুব জোটের উদীয়মান তরুণ খোকসা জাসদের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রুবেলের সঞ্চালনয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় জাসদের স্থাযী কমিটির সাধারণ সম্পাদক ও সদস্য , জাতীয় যুব জোটের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি রোকনুজ্জামান রোকন। এ সময় তিনি বলেন, ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পুর্ব ও পশ্চিম পাকিস্তানের নামে দুটি দেশের অভূদয় ঘটে। পাকিস্তান সৃষ্টির পর ১৯৫২ সালে রাষ্ট্র ভাষা উর্দু করতে চায়। পূর্ব পাকিস্তানের সাধারণ লোকজন রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে আন্দোলন সংগ্রাম পরিষদের কারনেই জাসদের সৃষ্টি হয়। ১৯৭২ সালে ১০ ই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করার পর মোস্তাক বাহিনী দোষর হয়ে হত্যা কান্ডে লিপ্ত হয়। মুক্তি যুদ্ধের সময় উপদেষ্টা হিসাবে মাওলানা ভাষানী নেতৃত্ব দিয়েছেন। ন্যাপ মোজাফফর রক্ত দিয়ে সবুজ বাংলার জন্য জীবন উৎসর্গ করে গিয়েছেন। সেই স্বাধীনতা উত্তর আজও মেহনতি মানুষের ভাগ্য বদলের সুযোগ হয়নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজরাড়ী জেলার (পাংশা – বালিয়াকান্দি) সাবেক সাংসদ ও জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মতিন মিয়া তিনি বলেন, সমাজে দুটি শ্রেনী থাকে শোষক ও শোষিত এক শ্রেণি শোষন করে আর এক শ্রেণি শোষিত হয় এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে । বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন কুমারখালি উপজেলার জাসদের সাধারণ সম্পাদক এ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস তিনি বলেন, এখন ও সাধারণ মানুষ প্রশাসনের মাধ্যমে হয়রানির শিকার হতে হয়। গুন্ডাবাজ টেন্টারবাজ সহ সব অনিয়মে ভরে গিয়েছে। এ গুলো থেকে পরিত্রান পাওয়ার জন্য যুব জোটের সংগ্রামীভাবে হয়ে রুখে দেওয়ার আহবান জানান,। এ সময় মহম্মদ আলীসহ পাংশা উপজেলা জাসদের নেতা বর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জাতীয় যুব জোটের সংগ্রামী বিপ্লবী সমর্থক সহ অন্যারা। অনুষ্ঠান শেষে জাসদের একটি রেলি খোকসা বাজারের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে বাস ষ্ট্যান্ডে এসে শেষ হয়।
Leave a Reply