কুমারখালী প্রতিনিধি ॥ পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদক পাওয়ায় কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান কে নিজ উপজেলায় ফেরার পথে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন দলীয় নেতাকর্মীরা। এর আগে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পদক পেয়েছেন তিনি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় ঢাকা থেকে ফেরার পথে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে রাজবাড়ি ও কুষ্টিয়া জেলার সিমানা (খোকসা উপজেলার বিলজানী বাজার) থেকে ফুল দিয়ে বরণ করেন।
সেখান থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে কুমারখালী শহরে পৌঁছে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। এ সময় তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ গ্রামীণ উন্নয়ন সহ দেশের সার্বিক উন্নয়নে সরকারের ভুমিকার প্রসংশা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক নব কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক ও পৌর সভার কাউন্সিলর মো. ফরিদ ইকবাল খান, দপ্তর সম্পাদক আশাদুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক খান, নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নওশের আলী বিশ্বাস, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইয়াসির আরাফাত তুষার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পদক ও ক্রেষ্ট তুলে দেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এম,পি।
Leave a Reply