আমলা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গা সদরে অভিযান “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক আইন-২০১০” নিশ্চিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় আইন অমান্যের দায়ে এক চাউল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাজহারুল ইসলাম। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক আইন-২০১০” নিশ্চিতে উক্ত বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় আইন অমান্য করে প্লাস্টিকের মোড়কে চাউল রাখার দায়ে উজ্জল অধিকারী নামের এক চাউল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কুষ্টিয়ার মুখ্য পাট পরিদর্শন সোহরাব উদ্দিন বিশ্বাস উপস্থিত সকলকে উক্ত আইন মেনে চলার জন্য আহ্বান জানান। সেই সাথে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply