কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের ২১নং ওয়ার্ড বাসী রবিবার সকালে খেলার মাঠের দাবিতে লাহিনী বটতৈলা (কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে) মানববন্ধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ। ব্যানারে লেখা ছিল “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর আগরতলা (ষড়যন্ত্র) মামলার ৩৭ নং আসামি আলী রেজার জন্মস্থান বাহিনীতে খেলার মাঠ চাই”, “বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার কুষ্টিয়ার কৃতিসন্তান আলী ঈমামের জন্মস্থান লাহিনীতে খেলার মাঠের জন্য মানববন্ধন”। মানববন্ধনে স্থানীয়রা বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের পাশের অডিটরিয়ামে সাথে একটা খেলার মাঠ ছিল আজ সেই মাঠ বিলিন হওয়ার পথে। এভাবে একের পর এক খেলার মাঠ বিলিন হয়ে গেছে আমাদের সন্তানেরা মাদক ও মোবাইল নেশায় আসক্ত হয়ে পড়বে। তাই যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলার মাঠের খুব প্রয়োজন। বক্তারা আরো বলেন, পরবর্তীতে তারা জেলা প্রশাসক এর মাধ্যম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। যে করেই হোক না কেন খেলার মাঠ কে টিকিয়ে রাখতে হবে না হলে ভবিষ্যতে যুব সমাজের উপর বিরূপ প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে জেলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি খেলার মাঠগুলো যাতে দখল না হয়ে যায়। সেই সাথে খেলার মাঠগুলোকে দখল করে কেউ যাতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে পারে। আমাদের সাথে সাথে প্রতিটি এলাকার জনসাধারণের উচিত খেলার মাঠগুলো যাতে দখল না হয় সেদিকে খেয়াল রাখা এবং দখল বন্ধে একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করা।
Leave a Reply