1. nannunews7@gmail.com : admin :
November 19, 2025, 11:06 am

বাংলাদেশ এফপিএবি কুষ্টিয়া শাখার ৪৩ তম বার্ষিক সাধারণ সভা

  • প্রকাশিত সময় Saturday, October 30, 2021
  • 124 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ এফপিএবি কুষ্টিয়া শাখার ৪৩ তম বার্ষিক সাধারণ সভা-২০২১ সকাল ১০ টায় আক্কাস আলী মঞ্জু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সম্মানিত সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্রকোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক জেলা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন বিশ্বাস। গীতা থেকে পাঠ করেন সিনিয়র এক্সকিউটিভক্লিনিক্যাল সার্ভিস মিসেস সবিতা রাণী চক্রবর্তী। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এফপিএবি কুষ্টিয়া ও সাববেক সহ সভাপতি বাংলাদেশ এফপিএবি ঢাকা চৌধুরী মরশেদ মধু, সাবেক সাধারণ সম্পাদক কুষ্টিয়া ও কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ এফপিএবি ঢাকার আ স মা আক্তারুজ্জামান মাসুম। অতঃপর আত্ম পরিচিতির পর শোক প্রস্তাব উপস্থাপন করেন নাজমা খাতুন, যুব কাউন্সিলর, তারার মেলা কুষ্টিয়া শাখার সেচ্ছাসেবী, কর্মকর্তা কর্মচারী ও তাদের আপনজন যারা মৃত্যুবরন করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাতকামনা করে এক মিনিট নিরবতা পালনের পর দোয়া মোনাযাত করা হয়। বিগত বছরের প্রতিবেদনও বার্ষিক সাধারণ সভা ২০২১ এর প্রতিবেদন পাঠ করেন সহ-সভাপতি এফপিএবি কুষ্টিয়া শাখার মোঃ মামুনুর রশীদ বাবলু। এফপিএবি কুষ্টিয়াশাখা। আর্থিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন অবৈতনিক কোষাধক্ষের মিসেস তেহ্সিন মৃধা, মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন উপস্থিত সম্মানীত সদস্যদের মধ্যে জনাব খাদেমুল ইসলাম, নিলুফার আক্তার, মেজর দলিল উদ্দিন শেখ, এ্যাডঃ আনসার আলী আজীবন সদস্য এফপিএবি কুষ্টিয়া শাখা। বার্ষিক সভা কালীন সময়ে সম্পাদিত সকলকার্যক্রম এবং স্থানীয় আয়ের উপর ক্লিনিকে প্যাথলজিক্যাল কার্যক্রম এবং ডেলিভারীসার্ভিস চালু শুরু হওয়ায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন এফপিএবি,কুষ্টিয়া শাখার-অর্ডিনেটর প্রোগ্রাম মুশফিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640