কাগজ প্রতিবেদক ॥ ছবি তোলা তাঁর অদ্ভুত এক নেশা। নেই ডিএসএলআর বা অন্য কোন ক্যামেরা। তবুও মোবাইল (হ্যান্ডসেট) ক্যামেরায় দেন মনোনিবেশ। তোলেন মনের মাধুরী মিশিয়ে পছন্দের সেরা ছবি। ছবি তোলার এমন নেশায় এবার তিনি ৮০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি শিশুগাছের মাথায় উঠে পড়েছেন। তুলেছেন একসঙ্গে ৫০০টি তালগাছের ছবি। গাছ থেকেই সেলফি ক্যামেরায় নিজেকেও করেছেন ফ্রেমেবন্ধি। মূহুর্তেই সেই ছবি আবার নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। নজর কেড়েছে অনেকেরই। ছবির এই কারিগরের নাম সোহেল রানা। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। সে বর্তমানে হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাঁর বাবা বদর উদ্দিন একজন আনসার বাহিনীর সদস্য। মা গৃহিণী। সোহেলের ইচ্ছে বড় হয়ে একজন ফটোগ্রাফার হবেন। ফটোগ্রাফার হয়ে তাঁর গ্রামকে সবার মাঝে সুন্দর করে তুলে ধরবেন। ইতোমধ্যে তার তোলা বেশকিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে তাঁর তোলা ছবি ফেসবুকে কভার ফটো করেছেন, কেউবা ফেসবুকে পোস্ট দিয়ে তাকেই শুভকামনা জানিয়েছেন। সোহেল বলেন, ‘আমার যেহেতু ডিএসএলআর ক্যামেরা নেই, তাই ফোন দিয়েই সব ছবি তুলে থাকি। তবে, আমার ক্যামেরা কেনার খুব শখ। আশাকরি খুব দ্রুতই পূর্ণ হবে। আমার একটা ড্রোন থাকলে আরও অনেক সুন্দর ছবি উপহার দিতে পারতাম।’ ফটোগ্রাফি নিয়ে পরিকল্পনার কথা জানান সোহেল। তিনি বলেন, ‘ফটোগ্রাফি শখের বসে করলেও এখন স্বপ্ন আছে এটা নিয়ে ভালো কিছু করার। সামনে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য। আত্মার সঙ্গে মধুর এক সম্পর্ক ছবি তোলার জন্ম নিয়েছে।’ সোহেলের ভাই সাব্বির আহমেদ বলেন, ‘ওর ছবি তোলার প্রতি বেশ ঝোঁক। আমার মনে হয় ও সামনে আরও ভালো কিছু করবে। সোহেলের এই ছবি আমাদের এলাকায় বেশ ভাইরাল হয়েছে। ফেসবুকে এই ছবি নিয়ে বেশ আলোচনাও হচ্ছে।’ সোহেলের মা বলেন, ‘আমি অবশ্য এই ছবি তোলার বিষয় জানতাম না, পরে জানতে পেরেছি। আশেপাশে যখন ওর তোলা ছবির বিষয়ে কথা বলছিল, তখন বিষয়টা জানতে পারি। ওর কাজের কথা প্রথমে জানতে পেয়ে অনেক ভয় পেয়েছিলাম। তবে আমার ছেলের তোলা ছবিটি আমার খুব ভালো লেগেছে।’ চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান তুষার বলেন, ‘ ফেসবুকে আমার এলাকার সুন্দর সুন্দর ছবি দেখে খুব ভাল লেগেছে। প্রথমে মনে করেছিলাম ড্রোন ক্যামেরায় তোলা, পরে জানলাম ফোনে তোলা ছবি। ছবি কারিগর সোহেলকের জন্য শুভ কামনা রইল। সাকিব ফারহান কুুুমারখালীর একজন প্রথম শ্রেণির ফটো সাংবাদিক ও ফটোগ্রাফার। এবিষয়ে তিনি বলেন, ‘ সোহেল মুঠোফোনেই ড্রোন শর্ট নেই। সে খুব ভাল ছবি তোলে। যন্ত্রাংশ পেলে আরো ভাল করবে। ওর জন্য দোয়া রইল।
Leave a Reply