1. nannunews7@gmail.com : admin :
September 19, 2024, 5:03 pm

তীরে এসে তরী ডুবল বাংলাদেশের

  • প্রকাশিত সময় Friday, October 29, 2021
  • 159 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ শেষ ওভারের টানটান উত্তেজনা আর নাটকীয়তা! ক্ষুদ্র ফরমেটের টি২০ ক্রিকেটে ডেথ ওভারেই হয়ে থাকে সব স্নায়ুবিক লড়াই। সেই লড়াইয়ে গত আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে শুক্রবার শারজাহতে ৩ রানে হেরে গেছে বাংলাদেশ। শেষ বলে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের হাতেই ছিল বাংলাদেশে দলের ভাগ্য। তিনি আন্দ্রে রাসেলকে চার হাঁকাতে পারলেই জয় আসত, কিন্তু গেছে ডট বল। তাই টানা ৩ হারে মৌখিকভাবে বলা যায় এবারের মতো সুপার টুয়েলভ থেকে বিদায়ঘণ্টা বেজেই গেছে বাংলাদেশ দলের। যদিও কাগজে-কলমে সেমিফাইনালে ওঠার যে স্বপ্ন তা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়নি। আজ বাংলাদেশের গ্রুপ ওয়ানে যদি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে যেকোন দল জিতে যায় তাদের সেমি প্রায় নিশ্চিত হবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে জিতলে তাদেরও টপকানো প্রায় অসম্ভব হবে বাংলাদেশের। সেমির রেসে ভালভাবে টিকে থাকার লড়াইয়ে শুরুতে দুর্দান্ত বোলিং করলেও শেষদিকের আলগা বোলিং বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজকে দেয় ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান। জবাবে এদিন জ্বলে ওঠা লিটন দাসের দারুণ ইনিংসের পরও ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। এখনও কতটা বেঁচে আছে বাংলাদেশের সেমিতে ওঠার সম্ভাবনা ঃ হ্যাটট্রিক হারে বাংলাদেশের রান রেট অনেক কম, যা পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে গেলেও অন্যদের চেয়ে ভাল করা আকাশ-কুসুম কল্পনারই নামান্তর। অর্থাৎ আজ এই গ্রুপের দুই ম্যাচের ফলাফলের পরই বাংলাদেশের সেমির ভাগ্য নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হবে। ক্ষীণ আশার টিমটিমে বাতিটাকে উজ্জ্বল করতে হলে যতখানি স্বপ্ন দেখেছে বাংলাদেশ দল, খেলতে হবে পরের দুই ম্যাচে তার চেয়েও বেশি ভাল। জিততেও হবে বড় ব্যবধানে। এই মুহূর্তে টানা হারে সমালোচনার শরে বিদ্ধ বাংলাদেশ দলের জন্য তা অভাবনীয় একটি কাজ। আর প্রতিপক্ষও শক্ত- অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে ডেথ ওভার আর পাওয়ার প্লে’র যে খেলা তাতেই শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। টি২০ ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রথম ও শেষের ৬ ওভার। যে দল ব্যাটিং-বোলিং এই দুই সময়ে ভাল করতে পারে তারাই বিজয়ী হয়। লঙ্কানদের বিপক্ষে এ দুই সময়েই পারেনি বাংলাদেশ দল। তবে ক্যারিবীয়দের বিপক্ষে পাওয়ার প্লে’র ৬ ওভারে পারফর্মেন্স ছিল সমানে-সমান। দুদলই তুলেছে ২ উইকেটে ২৯ রান। তবে শেষ ৬ ওভারে উইন্ডিজের পাওয়ার হিটাররা বাংলাদেশী বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংয়ের ফায়দা লুটে ৭২ রান তুলে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে শারজাহর ধীর উইকেটে। কিন্তু এই শেষ ওভারের স্নায়ুচাপটা বেশি ছিল রান তাড়া করতে নামার কারণে বাংলাদেশী ব্যাটসম্যানের ওপরে। তার চেয়ে বড় কথা বাংলাদেশ দলে কাইরন পোলার্ড, নিকোলাস পুরান ও জেসন হোল্ডারের মতো দুর্র্ধষ হিটার নেই। তাই শেষ ৬ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে ১ উইকেটে ৪৬। আর এই পার্থক্যটাই আরেকটি পরাজয় ডেকে এনেছে বাংলাদেশের জন্য।
পরাজয়ের পেছনে আরেকটি বড় কারণ হিসেবে দেখা দিয়েছে ১৯তম ওভারে হোল্ডারের দারুণ একটি ক্যাচ। তখন ৭ বলে ১৩ রান প্রয়োজন বাংলাদেশের। টানা ব্যর্থতা কাটিয়ে এদিন যেন জেগে উঠেছিলেন লিটন ওয়ানডাউনে নেমে। ডোয়াইন ব্রাভোকে উঠিয়ে মেরেছিলেন তিনি, কিন্তু ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার দানবীয় আকৃতির হোল্ডার লংঅনের শেষ মাথায় তা সামান্য লাফিয়ে মাথার ওপর থেকে ক্যাচ হিসেবে লুফে নেন। তাতেই আসলে বাংলাদেশের পরাজয় রচনা হয়ে গেছে। লিটন ৪৩ বল খেলে ৪ চারে যদিও ৪৪ রান করায় স্ট্রাইকরেট আহামরি কিছু ছিল না। কিন্তু দলকে জয়ের পর্যায়ে নিয়ে এসেছিলেন তিনিই। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৩০ বলে ৩১, চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ১৭ বলে ৩০ ও পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৩৩ বলে ৪০ রানের জুটি গড়েন লিটন। অবশেষে নিজেকে ফিরে পাওয়া লিটনই বাংলাদেশকে এবার এবং বিশ্বকাপ ইতিহাসে মূল পর্বে প্রথম জয়ের ঠিকানায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রিজার্ভ থেকে বদলি হিসেবে দলে আসা হোল্ডার অলরাউন্ড নৈপুণ্যে এবং লিটনের ক্যাচ নিয়ে বাংলাদেশের জয়ের সব সম্ভাবনাকে দুমড়ে দিয়েছেন। অথচ দুটি সহজ ক্যাচ এর আগে ক্যারিবীয় ফিল্ডাররা ফেলে দিয়েছেন। মাহমুদুল্লাহ ২৪ বলে ২ চার ও ১ ছয়ে ৩১ রানে অপরাজিত থাকলেও হারের গ্লানি থেকে বাঁচতে পারেননি। বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কাও তিনি ব্রাভোকে হাঁকিয়েছিলেন। আসলে চতুর্থ উইকেটে লিটন-মুশফিক জুটিতেই জয়ের আশা বেড়ে গিয়েছিল, কিন্তু মুশফিক স্টাম্পের ওপরের বল রিভার্স স্কুপ খেলতে গিয়ে অবিবেচকের মতো বোল্ড হয়ে যান রবি রামপালের বলে। তখনই আসলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আর শেষ ওভারে ১৩ রান করতে দেননি স্নায়ু ধরে রাখা রাসেল জিততে দেননি মাহমুদুল্লাহকে। ৫ উইকেটে ১৩৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। অথচ এদিন ক্যারিয়ারের ৩৬৭তম আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার ওপেনিং করে সাকিব ৯ রানেই ফিরে গেছেন। উইন্ডিজরা পাওয়ার প্লে’র ৬ ওভারে ২ উইকেটে ২৯ রান তুললেও শেষ ৬ ওভারে ৭২ রান তুলে লড়াইয়ের পুঁজি পেয়েছে। এদিন ক্রিস গেইল ওপেনিংয়ে ফিরেও রানে ফিরতে পারেননি (৪)। এভিন লুইস ৬, শিমরন হেটমায়ার ৯, রাসেল ০ ও ব্রাভো ১ রানে সাজঘরে ফিরেছেন। এরপরও উইন্ডিজের রানটা বেশি হয়েছে শেষ ৩ ওভারে ৩৯ রান দেয়াতে। ১৬তম ওভারের প্রথম দুই বলেই সাকিবকে ছক্কা হাঁকান পুরান, তুলে নেন ১৫ রান। দুর্দান্ত পুরান ২২ বলে ১ চার, ৪ ছক্কায় ৪০ রানে আউট হলেও দলকে ভাল অবস্থানে নিয়ে গেছেন। আর দুইবার ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া চেজ ৪৬ বলে ২ চারে ৩৯ রানের কার্যকরী ইনিংস খেলেন। মুস্তাফিজ ১৫তম ওভারে ১৪ ও শেষ ওভারে ১৯, ১৬তম ওভারে সাকিব ১৫ ও ১৮তম ওভারে ১৬ রান দেন মেহেদি। যদিও ১৯তম ওভারে দুর্দান্ত বোলিং করে শরিফুল প্রথম দুই বলেই পুরান ও চেজকে শিকার করেন এবং পঞ্চম বলে আফিফকে ক্যাচ দিয়ে বেঁচে যান হোল্ডার। সেই হোল্ডার পরে ৫ বলে ২ ছক্কায় ১৫ রান করেছেন এবং বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। আর পোলর্ড ১২.৩ ওভারে স্বেচ্ছায় মাঠ ছাড়লেও পড়ে ১৯.২ ওভারে মাঠে নেমে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকান। সবমিলিয়ে ব্যাটে-বলে এবং ফিল্ডিংয়ে একাই যেন হোল্ডার হারিয়ে দিয়েছেন বাংলাদেশকে। তবে ম্যাচসেরা হয়েছেন পুরান বোলারদের স্বর্গেও ঝড়ো ইনিংস খেলার কারণে। ২ উইকেট নেন বাংলাদেশের হয়ে মেহেদি, মুস্তাফিজ ও শরিফুল। আর তাসকিন দুর্দান্ত বল করে ৪ ওভারে মাত্র ১৭ রান দিলেও ম্যাচ হারের পর সেটি স্মৃতিপট থেকে মুছে গেছে চিরতরেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640