ওলি ইসলাম, ভেড়ামারা প্রতিনিধি ॥ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উদ্যোগে কুষ্টিয়ার ভেড়ামারায় ছয় দিনব্যাপী মাধ্যমিক পর্যায়ের শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ কোর্স শেষে সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থী ৩০ জন শিক্ষককে সনদ পত্র বিতরণ করেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) উপপরিচালক স্বপন কুমার নাথ। সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে শিক্ষক প্রশিক্ষক মুহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা. লোকমান হোসেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কোর্সের সমন্বয়ক মিজানুর রহমান, শিক্ষক প্রশিক্ষক তৌহিদ হাসান, কামরুল হাসান, মাসুদ রানা ও জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফারুক আহমেদ, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা গত ২৩ অক্টোবর থেকে শুরু সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে গতকাল সমাপ্ত হয়।
Leave a Reply