কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া সদর উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের নির্বাচন পুর্ব পরিচিতি পর্ব এবং সৌজন্য স্বাক্ষাত সেই সাথে সদর উপজেলার প্রতিটি সরকারী দপ্তরের কার্যক্রমের পর্যালোচনা কর্মকান্ডের অগ্রগতি প্রতিবেদনের উপর বিস্তারিত আলোচনা অনুষ্টিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে মাসিক সভায় প্রধানঅতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বলেন, সামনে ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নে আমেজ ছড়িয়ে পড়েছে চারিদিকে। যার যার এলাকার উন্নয়নের সমস্যা, সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের সাথে পরামর্শ করতে হবে। ভাবতে হবে আপনি-আপনার এলাকার কোন কোন উন্নয়নমুলক কাজগুলো আগে করবেন সে চিন্তা মাথায় রেখে এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি উপজেলায় সকল সরকারী কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা সরকারী কর্মকর্তা আছেন বিগত দিনের চিন্তা-চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করুন। সাধারণ মানুষ যাতে সেবা পায় আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোন ধরণের অনিয়ম, বিশৃংখলা থেকে নিজের দপ্তরকে মুক্ত রাখতে হবে। তিনি আরও বলেন, জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি কুষ্টিয়ার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, যোগাযোগ সব ক্ষেত্রে তিনি কুষ্টিয়াকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন আমাদের সকলকে তাকে সহযোগীতার জন্য সরকারী উন্নয়নকে সহযোগীতা করতে হবে। সেই সাথে তৃণমুলের মানুষের সাথে উন্নয়নের সম্পকৃক্ততা তুলে ধরতে হবে। তবেই আমরা আমাদের শত ভাগ কষ্ট সফল হবে বলে আমি মনে করি।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান শাহনাজ পারভিন রেখা প্রমুখ। মাসিক সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মর্জিনা খাতুন, আলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্পা মাহমুদ, বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিন মন্ডল, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন, পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন প্রমুখ।
Leave a Reply